Sawan 2023: ১৯ বছর পর বিরাট যোগ! দু'মাস ধরে চলবে মল-মাস! কী এই মাস? বিপদ এড়াতে জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Sawan 2023: ‘মল’ শব্দের অর্থ অশুভ। এই মাসটি সমস্ত প্রকার কর্মশূন্য। তাই জানুন এই মাসে কী করবেন, কী করবেন না!
কোচবিহার: এই বছরে দু’মাস ধরে চলবে মল মাস। মহাদেবের অতি প্রিয় এই মাস ২ মাস ধরে চলায় একটি অতিরিক্ত মাস যোগ হবে এই বছরের মধ্যে। ১৯ বছর পর এই দুর্লভ যোগ দেখা যাচ্ছে। বাংলা ক্যালেন্ডার অনুসারে আষাঢ় ও শ্রাবণ, এই দুই মাস জুড়ে চলে বর্ষাকাল। আর বর্ষাকাল মানে শ্রাবণ মাস হল মহাদেবের সবচেয়ে প্রিয় সময়। সেই কারণে হিন্দু ধর্মাবলম্বীরা শ্রাবণ মাসে মহাদেবের আরাধনায় মেতে ওঠেন সবর্ত্র। ২০২৩-এ শিবের আশীর্বাদ লাভ করতে একটা অতিরিক্ত মাস পাবেন সকল ভক্তরা। কারণ, শ্রাবণ চলবে টানা দু-মাস জুড়ে। একটি অতিরিক্ত মাস পাওয়ার কারণ, ২০২৩-একটি মলমাস যোগ হয়েছে।
কোচবিহারের এক পুরোহিত অচিন্ত্য ঠাকুর জানান, “হিন্দু পঞ্জিকা অনুযায়ী যখন সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন, তখন সেই দিনটিকে বলে সংক্রান্তি। এক বছরে সাধারণ ভাবে সূর্য ১২ মাসে ১২টি রাশিতে গমন করেন। সেই কারণে বছরে ১২টি সংক্রান্তি থাকে। কিন্তু যে মাসে কোনও সংক্রান্তি থাকে না, তখনই অধিক মাস বা মলমাস যুক্ত হয়। এই অধিক মাসে যেহেতু কোন পালনীয় তিথি বিদ্যমান থাকে না। তাই এই মাসে কোন বৈদিক কর্মকাণ্ড হয় না। সেই জন্যই একে মলিন মাস বা মল মাস বলা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ২০২৩ সালে মলমাস চলবে ১৮ জুলাই থেকে ১৬ অগাস্ট পর্যন্ত। প্রতি ৩২ মাস এবং ১৬ দিন পর পর একটি করে মলমাস আসে। অর্থাত্ প্রতি তিন বছরে একবার মলমাস দেখতে পাওয়া যায়।”
advertisement
advertisement
তিনি আরও বলেন, “একই মাসে দু’টি অমবাস্যা তিথি পরলেও সেটিকে মলমাস বলা হয়। ‘মল’ শব্দের অর্থ অশুভ। এই মাসটি সমস্ত প্রকার কর্মশূন্য। তাই এই মাসটি কৃষ্ণ নাম করার জন্য উপযোগী। বছরেরর এই অতিরিক্ত মাসটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত করা হয়। সেই কারণে মলমাসে নারায়ণ পুজো করা হয়ে থাকে। গ্রহশান্তি, দানধ্যান, তীর্থযাত্রা ও বিষ্ণু মন্ত্রোপাঠ মলমাসে করা অত্যন্ত শুভ। এর ফলে মলমাসের অশুভ প্রভাব খর্ব করা সম্ভব হয় এবং শুভ ফল পাওয়া যেতে পারে। মলমাসে যিনি দেবতার আরাধনা করেন, তাঁকে আশীর্বাদ করেন শ্রীবিষ্ণু, তাঁর সব দুঃখ কষ্ট দূর করে মনের ইচ্ছে পূরণ করেন ভগবান শ্রীবিষ্ণু। তাই মলমাস একদিক থেকে অশুভ হলেও অন্যদিকে শুভ।”
advertisement
Sarthak Pandit
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 7:45 PM IST