প্রায় তিন বছর আগের চন্দ্রযান২২ প্রজেক্টটিতে ছিলেন না কৃশানু। দুর্ভাগ্যবশত চাঁদে যাওয়ার সেই প্রয়াস বিফল যায়। তবে চন্দ্রযান-৩ প্রজেক্টটিতে কাজ করার সুযোগ পেয়েছেন কৃশানু।
আরও পড়ুন: ফের বন্দে ভারতে এক্সপ্রেসে আতঙ্ক! সোমবার সকালে হঠাৎ ট্রেনের কোচে দাউদাউ আগুন.
আরও পড়ুন: ব্যারাকপুর স্টেশনে অবরোধ! সপ্তাহের প্রথম কাজের দিনেই চরম দুর্ভোগ যাত্রীদের
advertisement
পাত্রসায়রের বামিরা গুরুদাস বিদ্যায়তন থেকে মাধ্যমিকের পর ছাতনার কমলপুর নেতাজি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করেন কৃশানু। কলকাতার আরসিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে বিটেক করেন। এমটেক করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। এরপর পরীক্ষা দিয়ে ইসরো-তে চাকরি পান কৃশানু।
বাঁকুড়ার গর্ব কৃশানু নন্দীর বাবা তারাপদ নন্দী জানান, ছোট থেকে পড়াশোনায় অসাধারণ ছিলেন কৃষাণু। তিনি স্বপ্ন দেখতেন ইঞ্জিনিয়ার হওয়ার। বর্তমানে চন্দ্রযান অভিযানে যুক্ত হতে পেরেছে বলে ভীষণ গর্ব হচ্ছে তাঁর।
নীলাঞ্জন ব্যানার্জী