কোন বিভাগে রয়েছে চাকরির সুযোগ? বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগেই চুক্তিভিত্তিক শিক্ষক পদে করা হবে নিয়োগ। যদিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে শূন্যপদ এবং আগ্রহী আবেদনকারীদের জন্য বয়স সীমার কোনও উল্লেখ করা নেই। বিজ্ঞপ্তি অনুসারে, নিযুক্ত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই পারিশ্রমিক দেওয়া হবে।
আরও পড়ুন – Akash Deep: কঠিন লড়াই, বাবা-দাদার মৃত্যু ক্রিকেট বন্ধ ছিল ৩ বছর! চোখের জলকে বুকের আগুন করে ঝলসে দিল আকাশদীপ
advertisement
ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম মেনেই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের এই বিভাগে আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠি স্থির করা হবে।চৌঠা মার্চ দুপুর ১টার সময় দেওয়া হয়েছে \”রিপোর্টিং টাইম\”। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ইন্টারভিউটি আয়োজন করা হবে।
এই বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অবশ্যই দেখে নিতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি বিজ্ঞপ্তি পড়ে নিন।
https://www.bankurauniv.ac.in/view-all-notifications/11
প্রার্থীদের কারিকুলাম ভিটা- সহ অন্যান্য নথি নিয়ে সাড়ে ১২টার মধ্যে উপস্থিত হতে হবে উল্লেখিত স্থানে।
Nilanjan Banerjee