Akash Deep: কঠিন লড়াই, বাবা-দাদার মৃত্যু ক্রিকেট বন্ধ ছিল ৩ বছর! চোখের জলকে বুকের আগুন করে ঝলসে দিল আকাশদীপ

Last Updated:
Akash Deep: ৩১৩ তম ক্রিকেটার যিনি ভারতের জার্সিতে টেস্ট অভিষেকের সুযোগ পেলেন৷ তবে বাংলার এই পেসারের পক্ষে শুরুটা সহজ ছিল না, আগুন ঝরল পারফরম্যান্সে
1/8
Akash Deep: জাতীয় দলে অভিষেক, কাঁপিয়ে দিয়েছেন আকাশদীপ৷ বঙ্গ পেসারের প্রথম দিনে শিকার ৩ উইকেট৷ ১৭ ওভারে ৭০ রান দিয়ে তিন উইকেট নিয়ে তিনি এদিন নিজের আন্তর্জাতিক কেরিয়ার শুরু করলেন৷
Akash Deep: জাতীয় দলে অভিষেক, কাঁপিয়ে দিয়েছেন আকাশদীপ৷ বঙ্গ পেসারের প্রথম দিনে শিকার ৩ উইকেট৷ ১৭ ওভারে ৭০ রান দিয়ে তিন উইকেট নিয়ে তিনি এদিন নিজের আন্তর্জাতিক কেরিয়ার শুরু করলেন৷
advertisement
2/8
তাঁর আগুনে পেসে এদিন ইংল্যান্ডের টপ অর্ডারের তিন ক্রিকেটারকেই উড়িয়ে দেন আকাশ দীপ। তাঁরই দক্ষতায় মাত্র ১১.৫ ওভারে ৫৭ রানে ৩ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড৷ Photo- AP
তাঁর আগুনে পেসে এদিন ইংল্যান্ডের টপ অর্ডারের তিন ক্রিকেটারকেই উড়িয়ে দেন আকাশ দীপ। তাঁরই দক্ষতায় মাত্র ১১.৫ ওভারে ৫৭ রানে ৩ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড৷ Photo- AP
advertisement
3/8
আকাশ দীপের ক্রিকেট কেরিয়ার কিছু বছর আগে ফুলস্টপ পড়ে গিয়েছিল৷ কিন্তু আজ যখন জাতীয় দলের ক্যাপ রাহুল দ্রাবিড়ের হাত নিচ্ছিলেন তখন বোঝা যায় আসলে মনের ইচ্ছা থাকলে শত বাধা পেরিয়েও ফের সেরা মঞ্চের লড়াইতে নিজেকে টিকিয়ে রাখতে পেরেছেন৷ Photo Courtesy- BCCI/X Account
আকাশ দীপের ক্রিকেট কেরিয়ার কিছু বছর আগে ফুলস্টপ পড়ে গিয়েছিল৷ কিন্তু আজ যখন জাতীয় দলের ক্যাপ রাহুল দ্রাবিড়ের হাত নিচ্ছিলেন তখন বোঝা যায় আসলে মনের ইচ্ছা থাকলে শত বাধা পেরিয়েও ফের সেরা মঞ্চের লড়াইতে নিজেকে টিকিয়ে রাখতে পেরেছেন৷ Photo Courtesy- BCCI/X Account
advertisement
4/8
বাংলার ক্রিকেটার এদিন যখন ক্যাপ নেন তখন তাঁর মা সেখানেই ছিলেন৷ রাহুল দ্রাবিড়ের হাত থেকে ক্যাপ নেওয়ার পর আবেগপ্রবণ হয়ে পড়েন, তিনি বাউন্ডারির ধারে গিয়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন৷
বাংলার ক্রিকেটার এদিন যখন ক্যাপ নেন তখন তাঁর মা সেখানেই ছিলেন৷ রাহুল দ্রাবিড়ের হাত থেকে ক্যাপ নেওয়ার পর আবেগপ্রবণ হয়ে পড়েন, তিনি বাউন্ডারির ধারে গিয়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন৷
advertisement
5/8
সাসারাম বিহারের আকাশ দীপ দারুণ প্রতিভাশালী৷ কিন্তু  তাঁর বাবা চাননি ছেলে ক্রিকেটটা খেলুক৷ বাবার কথা না শুনে দুর্গাপুরে নিজের ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে চলে আসেন আকাশ দীপ৷ এখানে কাকার সাহায্যে কাজ খুঁজে নিজেকে দাঁড় করানোর চেষ্টার শুরু করেন৷ Photo Courtesy- BCCI/ X Account
সাসারাম বিহারের আকাশ দীপ দারুণ প্রতিভাশালী৷ কিন্তু  তাঁর বাবা চাননি ছেলে ক্রিকেটটা খেলুক৷ বাবার কথা না শুনে দুর্গাপুরে নিজের ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে চলে আসেন আকাশ দীপ৷ এখানে কাকার সাহায্যে কাজ খুঁজে নিজেকে দাঁড় করানোর চেষ্টার শুরু করেন৷ Photo Courtesy- BCCI/ X Account
advertisement
6/8
তিনি যে ক্রিকেট অ্যাকাডেমিতে যুক্ত হয়েছিলেন সেখানেও নিজের পেস বোলিং দিয়ে সকলকে মুগ্ধ করেছিলেন৷ কিন্তু এরপরেই আসে বাধা৷ হঠাৎ করেই স্ট্রোকে মারা যান আকাশ দীপের বাবা৷ এতেই সব নয় বাবা মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই আকাশের বড় ভাইও মারা যান৷ Photo- AP 
তিনি যে ক্রিকেট অ্যাকাডেমিতে যুক্ত হয়েছিলেন সেখানেও নিজের পেস বোলিং দিয়ে সকলকে মুগ্ধ করেছিলেন৷ কিন্তু এরপরেই আসে বাধা৷ হঠাৎ করেই স্ট্রোকে মারা যান আকাশ দীপের বাবা৷ এতেই সব নয় বাবা মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই আকাশের বড় ভাইও মারা যান৷ Photo- AP 
advertisement
7/8
আকাশের পরিবারে এই সময়টা বড় চাপের সময় ছিল আকাশের পরিবারের জন্য টাকা রোজগার করা জরুরি ছিল৷ তিন বছরের জন্য ক্রিকেট থমকে গিয়েছিল তার জীবনে৷ আকাশ নিজের জীবনের চাকা ঘুরিয়ে নেওয়ার লড়াইতে নেমে পড়েন৷ কিন্তু খেলা থেকে এটা বেশিদিন দূরে সরিয়ে রাখতে পারেনি৷ Photo Courtesy- BCCI/X Account
আকাশের পরিবারে এই সময়টা বড় চাপের সময় ছিল আকাশের পরিবারের জন্য টাকা রোজগার করা জরুরি ছিল৷ তিন বছরের জন্য ক্রিকেট থমকে গিয়েছিল তার জীবনে৷ আকাশ নিজের জীবনের চাকা ঘুরিয়ে নেওয়ার লড়াইতে নেমে পড়েন৷ কিন্তু খেলা থেকে এটা বেশিদিন দূরে সরিয়ে রাখতে পারেনি৷ Photo Courtesy- BCCI/X Account
advertisement
8/8
ফের দুর্গাপুরে ফেরেন, পরে চলে আসেন কলকাতায়৷ সেখানে নিজের পরিবারের সদস্যের সঙ্গে একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন৷ আকাশ দীপ বাংলা অনুর্ধ্ব ২৩ দলের হয়ে ২০১৯ সালে অভিষেক হয় তাঁর৷ আইপিএলে তিনি খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে৷ ২০২২ থেকে আইপিএলে খেলছেন তিনি৷
ফের দুর্গাপুরে ফেরেন, পরে চলে আসেন কলকাতায়৷ সেখানে নিজের পরিবারের সদস্যের সঙ্গে একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন৷ আকাশ দীপ বাংলা অনুর্ধ্ব ২৩ দলের হয়ে ২০১৯ সালে অভিষেক হয় তাঁর৷ আইপিএলে তিনি খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে৷ ২০২২ থেকে আইপিএলে খেলছেন তিনি৷
advertisement
advertisement
advertisement