TRENDING:

Bankura News: স্বাধীনতা সংগ্রামীদের ঠেক হয়ে উঠেছিল রাজবাড়ি! তাকে বাঁচাতে এগিয়ে এল প্রশাসন

Last Updated:

মুকুট মনিপুর থেকে সামান্য দূরে অবস্থিত অম্বিকানগর রাজবাড়ি। বাঁকুড়ার এই প্রাচীন রাজবাড়ি সংস্কারের কাজ শুরু হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: মুকুট মনিপুর থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত অম্বিকানগর রাজবাড়ির ধ্বংসাবশেষ। এটি একসময় বিশাল দালান বাড়ি রূপে অবস্থান করলেও বহু ঝড় ঝাপটা সয়ে আজ তার শুধু লাল ইটের পাঁজরটুকুই অবশিষ্ট রয়ে গেছে। আর সঙ্গে আছে রাজবাড়ির ইতিহাস।
advertisement

অম্বিকানগর রাজবাড়ির রাজা রাইচরণের দেশপ্রেম ছিল দৃষ্টান্তমূলক। একসময় স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে যুক্ত ছিল এই রাজবাড়ি। প্রথম সারির স্বাধীনতা সংগ্রামীরা আসতেন। তাঁদের অন্যতম আশ্রয়স্থল ছিল এটি। আর সেই কারণেই ইংরেজদের রোষানলে পড়ে রাজত্ব হারায় এখানকার রাজারা। তারপর থেকেই আয় কমে যাওয়ায় রাজ পরিবারের পতন শুরু হয়।

আরও পড়ুন: ডেঙ্গি ভয়ঙ্কর নদিয়ায়, পরিস্থিতি সামলাতে মশারি বিলি

advertisement

পরবর্তীকালে রক্ষণাবেক্ষণের অভাবে বাঁকুড়ার এই ঐতিহ্যবাহী রাজবাড়ির একের পর এক দেওয়াল ও অট্টালিকা ধ্বসে পড়ে। অবশেষে প্রশাসন এই রাজবাড়ি সংস্কারে এগিয়ে এল। বসতে চলেছে বিপ্লবী রাজা রায়চরণের মূর্তি। পাশাপাশি সংস্কার করা হচ্ছে রাজবাড়ির কিছু অংশ। বাঁকুড়ার জেলাশাসক নিজে এই কাজের তত্ত্বাবধান করছেন।

View More

এই প্রসঙ্গে অম্বিকানগর রাজবংশের এক সদস্য গৌরীশঙ্কর নারায়ণ দেও বলেন, এই ঐতিহ্যবাহী রাজবাড়িকে বাঁচানো খুব দরকার ছিল। অবশেষে প্রশাসন এগিয়ে আসায় সকলে খুশি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: স্বাধীনতা সংগ্রামীদের ঠেক হয়ে উঠেছিল রাজবাড়ি! তাকে বাঁচাতে এগিয়ে এল প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল