১৪ ফেব্রুয়ারি শুরু হয়েছে এই মেলা। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। দুপুর ১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলছে। ছুটির দিন দুপুর ১২ টায় শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত চলছে এই মেলা। প্রতিবছরের মত এই বছরও মানুষের ঢল নেমেছে এই মেলায়।
আরও পড়ুন: ধসে ভেঙেছে স্কুলের একদিক, সেখানেই চলছে পঠনপাঠন, শ্রেণিকক্ষের মধ্যে হচ্ছে মিড ডে মিলের রান্না
advertisement
প্রধানমন্ত্রী গ্রামীণ কর্মসৃজন প্রকল্প এবং রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামের মাধ্যমে ঋণপ্রাপ্ত শিল্পীরা অংশগ্রহণ করেছেন এই মেলায়। এখানে বাঁকুড়ার ঐতিহ্যবাহী পাঁচমুড়া টেরাকোটার স্টল আছে। বাঁকুড়ার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ থেকেও শিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করেছেন। ১৬ টি জেলার মোট ৯৭ টি সংস্থার ১৭২ জন শিল্পী অংশগ্রহণ করেছেন এই মেলায়।
নদিয়া থেকে পিঠের স্টল এবং মালদা ক্লাসিক আমের আচারের স্টল আছে। চিড়ে থেকে জিরে সবকিছুই পাওয়া যাচ্ছে এই মেলায়। মেলা প্রাঙ্গণ বাঁকুড়া জেলার স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত হচ্ছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। সাঁওতালি নাচ, রনপা এবং ছৌ নাচের ব্যবস্থা আছে। মেলায় স্টল দেওয়া শিল্পীরা বেশ ভাল ব্যবসা করছেন। গত বছর এই মেলায় মোট বিক্রয় ছিল ১ কোটি ৮৭ লক্ষ টাকা। এই বছর বিক্রি ২ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
নীলাঞ্জন ব্যানার্জি