যদিও যেখানে ২৪ ঘন্টা পুলিশী নিরাপত্তার ব্যবস্থা থাকে। তারপরও পুলিশের নিরাপত্তা বলয়ের বেষ্টন ভেঙ্গে কি করে ঘটল এই দুঃসাহসিক চুরির ঘটনা তাই নিয়ে ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। ঐ সোনা রূপা দোকানের মালিক দীপক রায় বলেন তাদের দোকানের পাঁচটি তালা ভেঙ্গে এবং দোকানের সাটারের লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমারি সহ থাকা ১০ গ্রাম সোনা ও ৫০০ গ্রাম রুপো নিয়ে চম্পট দেয় চোরের দল।
advertisement
আরও পড়ুনঃ জঙ্গলমহলে তৈরি হচ্ছে গ্ৰীণ ব্যাগ
পরে রাস্তা থেকে তাদের সেই আলমারিটি উদ্ধার হয়। কিন্তু এই আলমারিতে থাকা সোনা রূপোর দ্রব্যের কোনও সন্ধান মেলেনি। বাঁকুড়ার কোতুলপুর থানায় লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন ওই সোনা রূপোর দোকানের সংশ্লিষ্ট মালিক। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে কোতুলপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
advertisement
Joyjiban Goswami
Location :
First Published :
Jul 08, 2022 11:07 PM IST






