বাঁকুড়ার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ শ্রী শান্তব্রত সেনের ছাত্র-ছাত্রীরা তৈরি করেছেন বিদ্যাসাগর ফাউন্ডেশন অফ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস। এই সংগঠনই বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলে একটি কম্পিউটার দান করেছে। যাতে এখানকার ছোট ছোট ছাত্রীরা প্রথম শ্রেণি থেকেই কম্পিউটার শিক্ষা লাভ করতে পারে।
আরও পডুন: আগুনের সামান্য ফুলকি, তাতেই পুড়ে ছাই হয়ে গেল হার্ডওয়ারসের দোকান
advertisement
ছাত্রীদের জন্য ওই কম্পিউটারটি তুলে দেওয়া হয় স্কুলের প্রধান শিক্ষক শ্রী তৃণাঞ্জয় লাই-র হাতে। তবে পুঁথিগত পড়াশোনার গণ্ডি পেরিয়ে ছাত্রীদের সমস্ত রকম শিক্ষাদানের ক্ষেত্রে বরাবরই অগ্রণী ভূমিকা রেখেছে এই স্কুলটি। মুক্ত আকাশের নিচে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে খেলার ছলে শিক্ষা দান করা হয় ছাত্রীদের। যেমন, প্রতি মাসে বিভিন্ন থিম ধরে শিক্ষকদের সহযোগিতায় ছাত্রীরা তৈরি করে ওয়াল ম্যাগাজিন। তাছাড়াও আছে রক ক্লাইম্বিং ট্রেনিং-র মত বিষয়।
নীলাঞ্জন ব্যানার্জি