TRENDING:

Bankura: নিম্নচাপের বৃষ্টি এখন বিষফোঁড়া চাষীদের কাছে!

Last Updated:

নিম্নচাপের টানা বৃষ্টিতে জলের তলায় সবজির জমি এবং ধান চাষে ক্ষতির মুখে চাষিরা। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত শুরু হয় বাঁকুড়া জেলা জুড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া : নিম্নচাপের টানা বৃষ্টিতে জলের তলায় সবজির জমি এবং ধান চাষে ক্ষতির মুখে চাষিরা। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত শুরু হয় বাঁকুড়া জেলা জুড়ে। কখনও মাঝারি বৃষ্টিপাত আবার কখনও ভারী বৃষ্টিপাত দিনভর চলেছে। এই বৃষ্টিপাতের ফলে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে জলের তলায় বিভিন্ন সবজি জমি। পাশাপাশি ধান জমিও জলের তলায় চলে গিয়েছে। রীতিমতো আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছেন কৃষকরা। কৃষকদের দাবি তারা যে পরিমাণ অর্থ খরচ করে সবজি চাষ করেছিলেন সেই সবজি নষ্ট হয়ে গেলে তারা বিপুল পরিমাণ আর্থিক সঙ্কটে ভুগবেন। পাশাপাশি পারিবারিক ক্ষেত্রেও একটা চরম সমস্যার সম্মুখীন হতে হবে তাদের।
advertisement

 

 

দীনবন্ধু ধাড়া নামে এক সবজি চাষি বলেন একটানা নিম্নচাপের এই বৃষ্টিপাতের ফলে সবজি চাষে ব্যাপক পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে চলেছেন তারা। তিনি বেগুন, শসা, পটল লাগিয়েছেন জমিতে সেই জমি এখন পুরোটাই জলের ভরে গেছে। ফলে এই সবজিগুলি সবগুলির ফলন পাওয়া যাবে না ফলে আর্থিক সঙ্কটে ভোগার আশঙ্কা দেখছেন তারা। সুনীল দে নামে আরেক চাষি বলেন, তারা মহাজনদের কাছে ঋণ নিয়ে জমিতে পটল, শসা ইত্যাদি বিভিন্ন শস্য চাষ করেছেন।

advertisement

View More

আরও পড়ুনঃ ভাদুলের সেতু দখল নিল নিম্নচাপের বৃষ্টির জল

 

 

তবে নিম্নচাপের বৃষ্টি তাদের যেন গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ শস্য জমি এখন জলের তলায়। তাতে ফসল নষ্টের আশঙ্কা করছেন তারা। যেটুকু মূলধন দিয়ে তারা চাষ করেছেন সেই চাষের টাকা বৃদ্ধি তো দূরের কথা তারা এখন ক্ষতির মুখে পড়তে চলেছেন এমনটার সম্ভাবনা মনে করছেন তারা। এই চাষের উপর চলে পরিবার।

advertisement

আরও পড়ুনঃ রাখি বেঁধে টোটো চালকদের পথ নিরাপত্তার পাঠ পুলিশের

 

 

একদিকে নির্ভরশীল পরিবারদের দেখাশোনা অপরদিকে এই চাষের মাধ্যমে মহাজনদের ঋণ শোধ দুই নিয়ে এখন রীতিমতো মাথায় হাত পড়েছে শস্য চাষীদের। ধান চাষের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে।একে তো বীজ তোলার জন্য জল যখন প্রয়োজন তখন তা পাওয়া গেলো না। কষ্ট করে যেটুকু জমিতে ধান লাগানো হল তাও আবার গেল জলের তলায়।সব মিলিয়ে জেলার চাষিরা চরম সমস্যার মধ্যে পড়েছেন চলতি মরশুমে।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Joyjiban Goswami

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura: নিম্নচাপের বৃষ্টি এখন বিষফোঁড়া চাষীদের কাছে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল