TRENDING:

Bankura News: বিঘের পর বিঘে জমির পোস্ত নষ্ট করল আবগারি দফতর

Last Updated:

অবৈধভাবে পোস্ত চাষ করায় কড়া ব্যবস্থা নিল প্রশাসন। নষ্ট করে দিল সমস্ত পোস্ত গাছ ও ফল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: সরকারি নিষেধাজ্ঞার সত্ত্বেও বহু জায়গায় লুকিয়ে চুরিয়ে অবৈধ পোস্ত চাষ হয়। উত্তরবঙ্গের কোচবিহার যেমন, তেমনই দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলাতেও অবৈধ পোস্ত চাষের বেশ রমরমা কারবার আছে। মঙ্গলবার বাঁকুড়ায় বিঘের পর বিঘে অবৈধ পোস্ত চাষের জমিতে হানা দিয়ে সব পোস্ত নষ্ট করে দিল আবগারি দফতর।
advertisement

বাঁকুড়ার মেজিয়ায় এই ঘটনা ঘটে। দামোদরের চরে‌ বিঘের পর বিঘে জমিতে চাষিরা বেআইনিভাবে লুকিয়ে চুরিয়ে পোস্ত চাষ করছিল। পুলিশের সহায়তায় আবগারি দফতর অভিযান চালিয়ে সমস্ত পোস্ত গাছ ও ফল ধ্বংস করে দেয়। আবগারি দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু এদিন নয়। অবৈধ পোস্ত চাষ বন্ধ করতে আগামী দিনেও তাঁরা একইভাবে অভিযান চালাবেন।

advertisement

আরও পড়ুন: সপ্তাহ ঘুরতে না ঘুরতেই উঠে যাচ্ছে রাস্তার পিচের চাদর! মাথায় হাত এলাকাবাসীর

বছরের পর বছর ধরে পোস্ত চাষের বিরুদ্ধে লাগাতার অভিযান চলে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের সীমান্তে থাকা দামোদরের চরে। তবুও অবৈধ পোস্ত চাষ পুরোপুরি বন্ধ করা যায়নি। এবছর ফের দামোদর নদীর চরে বিঘার পর বিঘা পোস্ত করেছে অবৈধ অসাধু ব্যবসায়ীরা। লুকিয়ে চুরিয়ে উৎপাদন করা এই পোস্তু চড়া দামে বিক্রি হয় জেলা এবং জেলার বাইরের বিভিন্ন বাজারগুলিতে। কিন্তু এই পোস্তু চাষ বন্ধ করতে বারবার অভিযান চালিয়েও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি প্রশাসনে। মঙ্গলবার এমনই অবৈধ পোস্ত নষ্ট করল আবগারি দফতর ও স্থানীয় প্রশাসন। মেজিয়ার বানজোড়া অঞ্চলের নদীগর্ভে ট্রাক্টর চালিয়ে মাড়িয়ে দেওয়া হল প্রায় ৪০ বিঘা জমির পোস্ত।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রিয়ব্রত গোস্বামী

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: বিঘের পর বিঘে জমির পোস্ত নষ্ট করল আবগারি দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল