ফলে প্রায় ২০০ পরিবার এই পানীয় জলের সংকটে রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের একমাত্র পানযোগ্য নলকূপে গত বছর চার আগে স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটি সৌরবিদ্যুৎ প্রচলিত সাব মার্সিয়েল লাগানো হয়। এবং তা দিয়ে জল উঠতো ট্যাংকে, আর সেই জল ট্যাপ কলের মাধ্যমে সরবরাহ হতো গ্রামে।
advertisement
আরও পড়ুনঃ একদিকে হাতি, অপরদিকে নেকড়ে! আতঙ্কে জর্জরিত গ্রামবাসীরা
কিন্তু দীর্ঘদিন ধরে সেটিও অকেজো হয়ে পড়ে আছে। তারপর থেকে আর মেরামত করা হয়নি। ফলে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে সাব মার্সিয়েলটি। তাই জল আনতে যেতে হচ্ছে অনেক দূরে। বারংবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন সব জায়গায় সমস্যার কথা জানিয়েও সমস্যার সুরাহা মেলেনি।
আরও পড়ুনঃ দুর্ঘটনার আশঙ্কা! পৌরসভা থেকে বন্ধ করা হল কাঠের সেতুতে যাতায়াত
গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জিতেন গরাই জানান জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে খুব দ্রুত জল সমস্যার সমাধান করা হবে ওই গ্রামে। এখন দেখার বিষয়, কখন তাদের গ্রামে এই জল সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে রয়েছে পাঁকতোড় গ্রামের বাসিন্দারা।
Joyjiban Goswami