বাঁকুড়া সদর মহকুমাশাসক সুশান্ত কুমার ভক্ত এবিষয়ে বলেন, কে বা কারা এই হোর্ডিং লাগিয়েছে জানা যায়নি। এই ধরণের শব্দ ব্যবহার ঠিক হয়নি। কারা ঐ বিজ্ঞাপনী হোর্ডিং লাগিয়েছিল তা পুলিশকে তদন্ত করে দেখতে বলা হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুনঃ আষাঢ়েও অধরা ভারি বৃষ্টির, মাথায় হাত চাষীদের, ঘাটতি ধান চাষে
advertisement
বাঁকুড়া পৌরসভার উপপৌর প্রধান হীরালাল চট্টরাজ বলেন, ঐ বিজ্ঞাপন লাগাতে পৌরসভার অনুমতি নেওয়া হয়নি। কুরুচিকর ঐ শব্দ ব্যবহারকে আমরা সমর্থন করিনা। পৌরসভা ও প্রশাসনের মিলিত উদ্যোগে ঐ হোর্ডিং গুলি খুলে ফেলা হলো বলে তিনি জানান।
Joyjiban Goswami
Location :
First Published :
July 18, 2022 11:34 PM IST