শহরে আবার সিনেমা হল চালু হবে শুনে যারপনাই খুশি বাঁকুড়াবাসী। এতদিন সিনেমা দেখতে হলে তাঁদের দুর্গাপুরে যেতে হত। কিন্তু এবার বাঁকুড়াতেই পছন্দের সিনেমা দেখতে পাবেন তাঁরা। এই প্রসঙ্গে বাঁকুড়ার জেলাশাসক বলেন, বহুদিন ধরে বঞ্চিত ছিলেন বাঁকুড়ার সিনেমাপ্রেমী যুবসমাজ। রবীন্দ্র ভবনে সিনেমা হল চালু হলে তাঁদের সেই আক্ষেপ মিটবে।
আরও পড়ুন: আলু চাষিদের স্বার্থে খুলে গেল বন্ধ হিমঘর
advertisement
তবে বাঁকুড়া শহরের সাংস্কৃতিক চর্চার পিঠস্থান রবীন্দ্রভবনে সিনেমা হল চালু হওয়া নিয়ের সিদ্ধান্ত বিতর্ক দেখা দিয়েছে। জেলার প্রত্যেকটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নাটক এই রবীন্দ্রভবনেই মঞ্চস্থ হয়। তাই রবীন্দ্রভবনে সিনেমা হল খোলার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত তা নিয়ে উঠছে প্রশ্ন। জেলার সংস্কৃতিক মহলের আশঙ্কা, আগামী দিনে আগাম ভাড়া দিয়ে নাটকের জন্য রবীন্দ্রভবন বুক করে রাখলেও শেষ মুহূর্তে সেই বুকিং ক্যানসেল করে সিনেমা দেখানও হতে পারে। এমনিতেও বিনা কারণে শেষ মুহূর্তে রবীন্দ্রভবনের বুকিং ক্যানসেল করার ভুরি ভুরি নজির আছে। সেখানে সিনেমা দেখানো শুরু হলে এই ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা।
নীলাঞ্জন ব্যানার্জি