বীভৎস দুর্ঘটনার হাত থেকে কোন রকমে রক্ষা পেয়ে গতকাল বিকেলে বাড়ি ফেরে স্মৃতি। এদিন সকালে চিকিৎসার জন্য ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ছাপ্না সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে হাসপাতালে উদ্দেশ্যে রওনা হওয়ার মুহূর্তে দুর্ঘটনার মুহূর্ত এবং দুর্ঘটনার মর্মান্তিক অভিজ্ঞতার কথা জানালেন স্মৃতি।
আরও পড়ুন – North 24 Parganas News: বন দফতরকে জানানো হয়েছিল, আতঙ্ক সঙ্গী করেই এই সাপের সঙ্গে বাস!
advertisement
আরও দেখুন – Weather Update: কবে, কখন ঝড়-জল, আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট, ভিডিও
বিশাখাপত্তনমে নার্সিং পড়তে যাচ্ছিলেন স্মৃতি মন্ডল। একজন নার্স হিসেবে, দুর্ঘটনার পর সম্বিত ফেরার পরে তিনি উপলব্ধি করেন যে বহু মানুষকে শারীরিক সক্ষমতা থাকলে বাঁচাতে পারতেন তিনি। কিন্তু দুঃখের বিষয় তার দুটি হাত অবশ হয়ে গিয়েছিল এবং পা আটকেছিল ট্রেনের ফ্যানে।
নিজের মেয়েকে ফিরে পেয়ে যথেষ্ট খুশি স্মৃতি মণ্ডলের মা শ্যামলী মন্ডল। মেয়ে চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে ঘরে ফিরে আসুক এটাই চান তিনি। আবারো নার্সিং পড়তে যাবেন স্মৃতি এমনটাই বলছেন স্মৃতি নিজেই। Nilanjan Banerjee