পেশায় তিনি একজন মেকআপ আর্টিস্ট কিন্তু নেশায় একজন শিল্পী। আলু দিয়ে তিনি বানালেন মা তারার বিগ্রহ। আলু, টুথপিক আর রং ব্যবহার করে এক আস্ত বিগ্রহটি বানিয়েছেন তিনি। চৈতালী বিশ্বাস জানান যে, অবসর সময়ে ছেলেকে সঙ্গে নিয়ে শিল্পচর্চা করতে ভালবাসেন। এতে নতুন কিছু তৈরিও করা যায় আবার একই সঙ্গে ছেলেকে হাতের কাজও শেখানো হয়।
advertisement
বিশেষভাবে ফেলে দেওয়া কিম্বা বাতিলের খাতায় নাম লেখানো জিনিসপত্র ব্যবহার করে শিল্প সৃষ্টির নেশা তাঁর দীর্ঘদিনের। আলু দিয়ে তারা মায়ের মুখ মণ্ডল তৈরি করে তাক লাগালেন তিনি। ১৫ দিনের চেষ্টায় তিনি ওই কাজ করেছেন বলে জানা গেছে। এই বিষয়ে চৈতালী বিশ্বাস জানান সামনে কালী পূজার কথা চিন্তা করে মায়ের মুখায়ব তৈরির সিদ্ধান্ত নিই।
চৈতালী জানান, কোনও জিনিসই ফেলে দেওয়ার নয়, একটু মাথা খাটালে বাতিল সেই জিনিস দিয়েই ভালো কিছু করা সম্ভব সেই বিষয়টাই তিনি করে দেখানোর চেষ্টা করছেন বলে জানান। গৃহবধূর এই কর্মকাণ্ড প্রশংসা কুড়িয়েছেন শহরবাসীর।
আরও পড়ুন: শান্তিনিকেতন থেকে বিদায় নিলেন বিদ্যুৎ চক্রবর্তী, ‘আনন্দে’ মিষ্টিমুখ বিশ্বভারতীর সামনে
আসন্ন কালীপূজা এবং তার মধ্যেই আলু দিয়ে মা কালীর বিগ্রহ তৈরি করে তাক লাগলেন বাঁকুড়ার চৈতালী বিশ্বাস। ধ্বংসকে দূরে সরিয়ে যেকোনও বস্তুকে নিয়ে সৃষ্টির এক অনন্য উদাহরণ দিলেন তিনি।
নীলাঞ্জন ব্যানার্জী