TRENDING:

Bankura News: আলু দিয়ে মা তারার বিগ্রহ! নিজের শিল্প কর্ম দিয়ে তাক লাগিয়ে দিলেন বাঁকুড়ার চৈতালী বিশ্বাস

Last Updated:

চৈতালী জানান, কোনও জিনিসই ফেলে দেওয়ার নয়, একটু মাথা খাটালে বাতিল সেই জিনিস দিয়েই ভালো কিছু করা সম্ভব সেই বিষয়টাই তিনি করে দেখানোর চেষ্টা করছেন বলে জানান। গৃহবধূর এই কর্মকাণ্ড প্রশংসা কুড়িয়েছেন শহরবাসীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: মাত্র কয়েকটা দিন পরেই প্রথা মেনে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে সর্বত্র পূজিতা হবেন তন্ত্র অনুসারে দশমহাবিদ্যার প্রথম দেবী কালী। আলোকসজ্জায় সাজো সাজো রব। চারিদিকে চোখে পড়বে সেই মহাপ্রস্তুতি। এরই মধ্যে অসাধ্য সাধণ করলেন বাঁকুড়ার শহরের ১২ নম্বর ওয়ার্ডের স্কুল ডাঙ্গা এলাকার বাসিন্দা চৈতালী বিশ্বাস।
advertisement

পেশায় তিনি একজন মেকআপ আর্টিস্ট কিন্তু নেশায় একজন শিল্পী। আলু দিয়ে তিনি বানালেন মা তারার বিগ্রহ। আলু, টুথপিক আর রং ব্যবহার করে এক আস্ত বিগ্রহটি বানিয়েছেন তিনি। চৈতালী বিশ্বাস জানান যে, অবসর সময়ে ছেলেকে সঙ্গে নিয়ে শিল্পচর্চা করতে ভালবাসেন। এতে নতুন কিছু তৈরিও করা যায় আবার একই সঙ্গে ছেলেকে হাতের কাজও শেখানো হয়।

advertisement

আরও পড়ুন: কাছাকাছি সলমন-ঐশ্বর্যা? দীপাবলির পার্টিতে কি মিটল দূরত্ব? ভাইরাল ভিডিও-র পিছনে লুকিয়ে এ কোন সত্যি

বিশেষভাবে ফেলে দেওয়া কিম্বা বাতিলের খাতায় নাম লেখানো জিনিসপত্র ব্যবহার করে শিল্প সৃষ্টির নেশা তাঁর দীর্ঘদিনের। আলু দিয়ে তারা মায়ের মুখ মণ্ডল তৈরি করে তাক লাগালেন তিনি। ১৫ দিনের চেষ্টায় তিনি ওই কাজ করেছেন বলে জানা গেছে। এই বিষয়ে চৈতালী বিশ্বাস জানান সামনে কালী পূজার কথা চিন্তা করে মায়ের মুখায়ব তৈরির সিদ্ধান্ত নিই।

advertisement

View More

চৈতালী জানান, কোনও জিনিসই ফেলে দেওয়ার নয়, একটু মাথা খাটালে বাতিল সেই জিনিস দিয়েই ভালো কিছু করা সম্ভব সেই বিষয়টাই তিনি করে দেখানোর চেষ্টা করছেন বলে জানান। গৃহবধূর এই কর্মকাণ্ড প্রশংসা কুড়িয়েছেন শহরবাসীর।

আরও পড়ুন: শান্তিনিকেতন থেকে বিদায় নিলেন বিদ্যুৎ চক্রবর্তী, ‘আনন্দে’ মিষ্টিমুখ বিশ্বভারতীর সামনে



advertisement

আসন্ন কালীপূজা এবং তার মধ্যেই আলু দিয়ে মা কালীর বিগ্রহ তৈরি করে তাক লাগলেন বাঁকুড়ার চৈতালী বিশ্বাস। ধ্বংসকে দূরে সরিয়ে যেকোনও বস্তুকে নিয়ে সৃষ্টির এক অনন্য উদাহরণ দিলেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: আলু দিয়ে মা তারার বিগ্রহ! নিজের শিল্প কর্ম দিয়ে তাক লাগিয়ে দিলেন বাঁকুড়ার চৈতালী বিশ্বাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল