আরও পড়ুন: ডোবার মধ্যে ওগুলো আবার কী! ভেসে আসছে একের পর এক, সাংঘাতিক কাণ্ড
বাঁকুড়ার মেধাবী ছাত্র সন্দীপ বিশ্বাসের এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দুর্ঘটনাটি ঘটে ইন্দাসের ফতেপুর মোড় সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ইন্দাস বিডিও অফিসের গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই কিশোরের বাইকের। মৃত ছাত্রের বাড়ি ইন্দাসেরই পাটরাই কলোনি এলাকায়। সুস্থ সবল ছেলে বাড়ি থেকে হাসিমুখে বেরোয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যুর খবর পেয়ে শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার।
advertisement
সূত্রের খবর, বিডিও অফিসের গাড়ির ধাক্কায় গুরুতর যখন অবস্থায় সন্দীপ বিশ্বাস নামে ওই ছাত্রকে পুলিশ ও স্থানীয়রা দ্রুত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
নীলাঞ্জন ব্যানার্জী