Howrah News: ডোবার মধ্যে ওগুলো আবার কী! ভেসে আসছে একের পর এক, সাংঘাতিক কাণ্ড

Last Updated:

Howrah News: পাঁচটি মৃত গোসাপ ও চারটি বেজির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাওড়ার শ্যামপুরে

+
পাঁচটি

পাঁচটি গোসাপ ও চারটি বেজির দেহ উদ্ধার ঘিরে চঞ্চল্য এলাকায়

হাওড়া: পাঁচটি মৃত গোসাপ এবং চারটি মৃত বেজি উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার বার্তায় বিভিন্ন কর্মসূচির আয়োজন চলছে সর্বত্রই। এই বিশেষ দিনের শেষে হাওড়া শ্যামপুরে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। শ্যামপুর থানার ২ নম্বর ব্লকের ডিহিমণ্ডল বানিয়া গ্রামে ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সদস্যের কাছে খবর আসে বেশ কিছু গোসাপকে হত্যা করা হয়েছে।
পরে খবর পেয়ে সেখানে পৌঁছান ওয়াইল্ড লাইফ গ্রুপের সদস্য। ডোবা থেকে উদ্ধার হয় পাঁচটি গোসাপ ও চারটি বেজি মৃতদেহ উদ্ধার। এই ঘটনা প্রসঙ্গে পরিবেশ কর্মী শেখ জাকির হোসেন জানান, অনুমান করা হচ্ছে পুকুরের মাছ বাঁচাতে খাবারে বিষ মিশিয়ে দেওয়া ফলে এই ঘটনা হতে পারে।
তিনি আরও বলেন, বিশ্ব পরিবেশ দিবসে এইরকম মর্মান্তিক দুর্ঘটনায় আমরা পরিবেশকর্মীরা গভীরভাবে শোকাহত। গোসাপের সঙ্গে বেজিগুলোও ওই বিষ মেশানো খাবার খেয়ে মৃত্যু হয়েছে। প্রায় এক বছর আগে শ্যামপুরে বিষক্রিয়ায় কয়েকটা গোসাপকে হত্যা করার ঘটনা সামনে এসেছিল। তার পর এবারও এই একই ঘটনা।
advertisement
advertisement
শ্যামপুরের পরিবেশকর্মী অভীকদের আক্ষেপ এত প্রচার অভিযান সত্বেও মানুষ পরিবেশের উপকারী বন্যপ্রাণীদের হত্যা করছে। বন দফতরের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। শ্যামপুরের আর এক পরিবেশকর্মী অর্পণ দাস জানান গোসাপ ১৯৭২ ভারতীয় বন্যপ্রাণ আইন অনুযায়ী শিডিউল- ১ অন্তর্ভুক্ত। একে হত্যা করা দণ্ডনীয় অপরাধ। এলাকায় গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে ফের গোসাপ এর উপকারিতা বোঝানো হবে।
advertisement
পরিবেশ দিবসে এতগুলো বন্যপ্রাণ এর মৃত্যুতে যে তিনি যে মর্মাহত তা অর্পনের কথাতেই পরিষ্কার। স্থানীয় বাসিন্দা সৌমেন দোলই, তুষার মন্ডল, মিলন বর, সায়ন দাস কলেজ ছাত্ররা দুঃখপ্রকাশ করেছেন এই ঘটনাটা দেখে। সৌমেন দোলই বলেন, এই এলাকা থেকে এইরকম ঘটনা কোনওদিন আশা করেনি।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ডোবার মধ্যে ওগুলো আবার কী! ভেসে আসছে একের পর এক, সাংঘাতিক কাণ্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement