বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং সোনামুখী থানার পরিচালনায় সোনামুখীতে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন কর্মসূচি। সেই কর্মসূচির একটি অঙ্গ হিসেবে সোমবার সকালে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। দূরত্ব ছিল ৫ কিলোমিটার। সোনামুখীতে জুনসূরা থেকে রথতলা পুলিশ ফাঁড়ি পর্যন্ত পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। সোনামুখীর পথে এসো দৌড়াই একসঙ্গে।
advertisement
এই দৌড়ের উদ্দেশ্য ছিল একসঙ্গে পথ নিরাপত্তার শপথ নেওয়া। এই দৌড়ে 278 জন যুবক যুবতী অংশ নেয়। তারা একসাথে চলার, ট্রাফিক নিয়ম মানার শপথ নিয়ে দৌড় শুরু করেন।
আরও পড়ুন: হঠাৎ পুকুরে পড়ে বেকায়দায় হনুমান, করুন দৃষ্টিতে সাহায্য প্রার্থনা, তারপর যা হল...
তাদেরকে উৎসাহিত করার জন্য এই দৌড়ে সমান ভাবে অংশগ্রহণ করেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি , বিষ্ণুপুর অ্যাডিশনাল এসপি গণেশ বিশ্বাস , বিষ্ণুপুর মহকুমা এসডিপিও কুতুব উদ্দিন খান , সোনামুখী থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্য , সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি , ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি , সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় সহ একাধিক পুলিশ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।শুধুমাত্র প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থানাধিকারিকে নয়, তিনি বিশেষ ভাবে উৎসাহ প্রদান করেন যারা আজকের দৌড় সম্পূর্ণ করেছেন। করতালিসহ তিনি উৎসাহ দিতে থাকেন, Finish line স্পর্শ করার জন্য।
আরও পড়ুন: মহা শিবরাত্রি উপলক্ষে এক্তেশ্বর শিব মন্দিরে ভক্তদের সমাগম, রইল ভিডিও
পুলিশ আধিকারিকদের পাশাপাশি এলাকার যুবক যুবতীদের অংশগ্রহণ সৃষ্টি করে অন্যরকম সামাজিক মেলবন্ধন। ফিট থেকে এগিয়ে চলা আর তার পাশাপাশি পথের নিরাপত্তার বার্তা পৌঁছানোর জন্যেই এই অদ্ভুত সুন্দর উদ্যোগ।
Nilanjan Banerjee