শিল্পী অনন্ত দে ছাত্র-ছাত্রীদের আঁকাও সেখান। মোবাইলের অত্যাধুনিক যুগে দাঁড়িয়ে মোবাইল কেড়ে ছাত্র-ছাত্রীদের হাতে তিনি তুলে দিয়েছেন রং-তুলি। বাড়ির আশেপাশে তাঁর ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে দেব-দেবীর ছবি, নন্দলাল বসুর আঁকা সহজ পাঠের ছবি, যামিনী রায়ের আঁকা ছবির অনুকরণে ছবিতে দেওয়াল সাজিয়ে তুলছেন। ফলে দৃশ্যদূষণের হাত থেকে মুক্তি মিলেছে পাত্রসায়ের দাস পাড়ার মানুষের। তবে এ সব করেন তিনি বিনামূল্যে। পাড়ার ছেলের কাজে খুশি স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুনঃ শুঁড়ে পেঁচিয়ে সপাটে আছাড় দাঁতালের! ঝাড়গ্রামে ৮ দিনে হাতির হানায় মৃত ৫
স্থানীয় বাসিন্দা তারাপদ মিশ্র বলেন, এখন পাড়ার চেহারাটাই বদলে গিয়েছে। ছবিগুলো দেখতে দেখতে অনেক সময় ছোটোবেলায় ফিরে যাওয়া যায়। শিল্পী নিজেও খুশি নিজের পাড়াতে এমন কাজ করতে পেরে। তিনি বলেন, "এখন ছোটোরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তাই পড়াশুনার বাইরে আনন্দদায়ক ও সৃজনশীল কাজে তাদের যুক্ত করার উদ্যোগ নিয়েছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা সফল হয়েছি। দাস পাড়া দিয়ে যে কাজ শুরু হয়েছে, পুরো গ্রামেই সেই কাজের অংশীদার করার ইচ্ছা আমার।"
জয়জীবন গোস্বামী