বাঁকুড়ার সূর্যের প্রখর রোদের হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য ছাউনি করে নার্সারিতে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের গাছের চারা। এবং সেগুলি বিক্রি করা হচ্ছে বাঁকুড়ার বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে দাঁড়িয়ে বাঁকুড়ায় আম, বেদানা এবং পেয়ারাচারার চাহিদা রয়েছে।
আরও পড়ুন : মঙ্গলসূত্র সব সময় কালো রঙেরই কেন হয়? জানুন বিবাহিতাদের কেন পরতে হয় এই পবিত্র কালো সুতো
advertisement
পরীক্ষামূলক চাষাবাদ করে এবং নার্সারিতে চারা গাছ তৈরি ব্যবসা করছে পরশমণি। এর যেমন একটি ব্যবসায়িক দিক রয়েছে সেরকমই রয়েছে পরিবেশের প্রতি দায়বদ্ধতা। পৃথিবীতে দিনের পর দিন কমে যাচ্ছে গাছের সংখ্যা, তৈরি হচ্ছে কংক্রিটের জঙ্গল। তাই শখের চারা গাছ কিনে সেই গাছ লাগালে কল্যাণ হবে প্রকৃতির।
আরও পড়ুন : বন্ধ হয়ে যায় বড় ব্যবসা, রাজমা-চাউলের উপর ভরসা করেই আর্থিক ভরাডুবি থেকে রক্ষা দম্পতির
বাঁকুড়া জেলার দামোদরপুরে অবস্থিত পরশমণি ডেভেলপমেন্ট আর রিসার্চ ফাউন্ডেশন ভাল মানের চারা তৈরি করে বাঁকুড়ার রুক্ষ সূক্ষ্ম মাটিতেও ফলছে সোনার ফসল এবং পরিবেশ সচেতন করে তুলছে বাঁকুড়ার মানুষকে।