TRENDING:

Bankura News: বিপদ এড়াতে অ্যাম্বুল্যান্স চালকদের নিয়ে বিশেষ শিবির পুলিশের

Last Updated:

রোগীকে নিয়ে দ্রুতগতিতে ছুটতে গিয়ে অনেক সময়‌ই বিপদ ঘটায় অ্যাম্বুল্যান্স। এই নিয়ে সচেতন করতে বিশেষ উদ্যোগ বাঁকুড়া জেলা পুলিশের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: গভীর রাত হোক বা ভোর, ঘুমের মধ্যে থাকলেও ফোন এলেই অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে পড়েন ওরা। কঠিন পরিশ্রম করে দিবারাত্রি মুমূর্ষু রোগীর জীবন বাঁচান অ্যাম্বুল্যান্স চালকরা। আর তা করতে গিয়ে অনেক সময়‌ই ঘটে নানান বিপত্তি। তা এড়াতেই সাহায্যের হাত বাড়িয়ে দিল বাঁকুড়া জেলা পুলিশ।
advertisement

মুমূর্ষু রোগীকে বাঁচাতে ৩-৪ মিনিট সময়ের হেরফের‌ই যথেষ্ঠ। আর তাতেই অনেক সময় বেঁচে যায় অমূল্য প্রাণ। আবার কখন‌ও এইটুকু সময় বেশি লাগায় প্রয়াত হন অনেকে। এক্ষেত্রে অসুস্থ রোগীকে সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছনোর বিষয়ে অ্যাম্বুল্যান্স চালকদের অবদান অনেকটাই। আর তা করতে গিয়ে অনেক সময়ই পরিশ্রান্ত অবস্থায় কাজ করতে হয় অ্যাম্বুল্যান্স চালকদের। সেই কারণে অনেক সময় ঘটে যায় বিপদ। সেই বিপত্তি এড়াতেই বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার অ্যাম্বুল্যান্স চালকদের নিয়ে একটি আলোচনা সভা আয়োজিত হয়।

advertisement

আরও পড়ুন: ফলতায় তীব্র ভাঙন সমস্যা, তলিয়ে যাওয়ার মুখে শিশু শিক্ষাকেন্দ্র

এই আলোচনায় অ্যাম্বুল্যান্স চালকদের পাশাপাশি বাঁকুড়া জেলার ট্রাফিক ইউনিটের আধিকারিকরা অংশগ্রহণ করেন। তাঁরা বোঝান কখন থামতে হবে আর কখন চলতে হবে। এই নিয়ে অ্যাম্বুল্যান্স চালকদের পেশাদারী শিক্ষা দেওয়া হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জি

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: বিপদ এড়াতে অ্যাম্বুল্যান্স চালকদের নিয়ে বিশেষ শিবির পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল