অন্য জেলার কোনো প্রান্ত থেকে আনা কারিগর নয় এই কালী ঠাকুরের মূর্তি বাঁকুড়া শহরের কারিগররাই বানিয়েছেন। এই প্রতিমা তৈরি করতে সময় লেগেছে প্রায় এক মাস। বাঁকুড়া শহরে এর আগে কিন্তু এতো বড় কালী প্রতিমা তৈরি হয়নি। গুটি গুটি পায়ে চলতে চলতে ৫২ বছরে পর্দাপন করলো এই ক্লাবের পূজো। বাঁকুড়া শহরে এই প্রথম দর্শনার্থিরা এই কালী প্রতিমা দর্শনের পাশাপাশি একটা সুন্দর মন্ডপ কারুকার্যকেও উপভোগ করতে পারবেন।
advertisement
আরও পড়ুনঃ সোনামুখী সার্ভিস কালীর কাছে মানত করলেই নাকি মেলে চাকরি!
এই বছর তাদের পূজোর মোট বাজেট ৫ থেকে ৬ লক্ষ টাকা। বিগত দু'বছর করনা আবহে মানুষ ঘরবন্দী ছিল। তবে এবারে দু বছরের পুজোর আনন্দ এই বছরের পুজোয় উপভোগ করবে তা বলাই বাহুল্য। শহরের বুকে এই ২৫ ফুটের কালী মূর্তি দেখার জন্য লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন উদ্যেক্তারা।
Joyjiban Goswami