TRENDING:

Bankura News: টাওয়ার বসানোর নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! গ্রেফতার মূল অভিযুক্ত

Last Updated:

Bankura News: টাওয়ার বসানোর নাম করে দফায় দফায় এক ব্যবসায়ীর কাছ থেকে ৩১ লক্ষেরও বেশি টাকা প্রতারণার তদন্তে পুলিশের হাতে ধরা পড়ল প্রতারক চক্রের দুই মূল পান্ডা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: টাওয়ার বসানোর নামে ৩১ লক্ষেরও বেশি টাকার প্রতারণা। বেলঘরিয়া ও নিমতা থেকে বড় প্রতারক চক্রের দুই পান্ডা গ্রেফতার।
advertisement

টাওয়ার বসানোর নাম করে দফায় দফায় এক ব্যবসায়ীর কাছ থেকে ৩১ লক্ষেরও বেশি টাকা প্রতারণার তদন্তে পুলিশের হাতে ধরা পড়ল প্রতারক চক্রের দুই মূল পান্ডা। শনিবার রাতে বেলঘরিয়া ও নিমতা এলাকায় হানা দিয়ে বাঁকুড়া সাইবার থানার পুলিশ দীপ্তাঞ্জন বল ও তন্ময় সাহা নামের দুই পান্ডাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দু'জনকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়।

advertisement

বাঁকুড়া সাইবার থানা সূত্রে জানা গিয়েছে, গত বছর ১৫ নভেম্বর বাঁকুড়ার ইন্দাস এলাকার ব্যবসায়ী গৌরমোহন সিংহ সাইবার থানায় প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর ঘটনার  তদন্তে নেমে সাইবার থানার পুলিশ জানতে পারে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মোবাইল পরিষেবা প্রদানকারী একটি সংস্থার টাওয়ার বসানোর নামে ফোন আসে গৌরমোহন সিংহের কাছে। টাওয়ার বসালে ওই ব্যবসায়ীকে প্রতি মাসে মোটা অঙ্কের ভাড়া দেওয়ার টোপ দেওয়া হয়। ব্যবসায়ী আগ্রহ প্রকাশ করলে দফায় দফায় অনলাইনে তাঁর কাছ থেকে মোট ৩১ লক্ষ ৩৬ হাজার ৮৬ টাকা নেয় ওই প্রতারক চক্র।

advertisement

আরও পড়ুন: সর্দি-কাশি নিয়ে বর্ধমান মেডিক্য়ালে নতুন করে ভর্তি ২২ শিশু, কালনায় চালু আলাদা বিভাগ

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় অধীর চৌধুরীকে তোপ তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপার

২০২২ সালের নভেম্বর মাসে ব্যবসায়ী গৌরমোহন সিংহ বুঝতে পারেন, তিনি প্রতারনার শিকার হয়েছেন। এরপরই তিনি বাঁকুড়ার সাইবার থানার দ্বারস্থ হন। ঘটনার তদন্তে নেমে সাইবার থানার পুলিশ আর্থিক লেনদেনের সূত্র ধরে ও বিশেষ প্রযুক্তি কাজে লাগিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার একটি কল সেন্টারকে চিহ্নিত করে। সেই কল সেন্টার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে বাঁকুড়া সাইবার থানার পুলিশ বেলঘরিয়া ও নিমতা এলাকায় হানা দিয়ে দীপ্তাঞ্জন বল ও তন্ময় সাহা নামের প্রতারক চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে চারটি স্মার্ট ফোন ও একটি বেসরকারী ব্যাঙ্কের চেকবুক উদ্ধার করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

প্রিয়ব্রত গোস্বামী

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: টাওয়ার বসানোর নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! গ্রেফতার মূল অভিযুক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল