গ্রহরাজ কর্ম অনুযায়ী ফল দেন অর্থাৎ শনির হাতেই ক্রমফল পাওয়া যায় ৷ যদি কুষ্ঠিতে শনির অবস্থান অশুভ হয় সেক্ষেত্রে নানান ধরেনর সমস্যায় পড়তে হয় জাতক-জাতিকাদের ৷
এই সময়ে যে সমস্ত রাশির জাতক-জাতিকারা মহাদশা অর্থাৎ ঢাইয়া ও সাড়ে সাতির মহাকষ্ট ভোগ করছেন তাঁরা ঢাইয়া-সাড়ে সাতির মত খারাপ সময় চলছে তাই দেখা যায় শনির সাড়ে সাতি ও ঢাইয়ার মহাকষ্ট থেকে মুক্তি পেতে দরিদ্র মানুষকে সাহায্য করতে হবে ৷ নেশা না করাই উচিৎ ৷ প্রতি শনিবার মন্দিরে সরষের তেলের প্রদীপ জ্বাললে সমস্যার সমাধান হবে নিমেষেই ৷
advertisement
আরও পড়ুন: Mercury Transit: গ্রহ রাজপুত্র বুধের গোচর, পাঁচ রাশির জাতক-জাতিকার জীবনে দারুণ সময়
শনি মকর রাশিতে প্রবেশ করতেই ধনু, মকর ও কুম্ভর সাড়ে সাতি শুরু হয়েছে ৷ ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য শেষ তফার সাড়ে সাতি চলছে ৷ সাড়ে সাতির দ্বিতীয় দফার কষ্ট অত্যন্ত কষ্টদায়ক বলেই মনে করা হয় ৷ এছাড়াও মিথুন ও তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শনির ঢাইয়া চলছে ৷ সব মিলিয়ে পাঁচ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷ কারণ ছাড়াই কোনও ভাবে বিবাদে জড়ানো উচিৎ নয় ৷
Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷