TRENDING:

Horoscope Today: রাশিফল ২৫ মে; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Horoscope Today, May 25, 2023: জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
রাশিফল ২৫ মে: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
রাশিফল ২৫ মে: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
advertisement

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

যে কারণে অস্বস্তি হচ্ছে, তা কতটা সত্যি, সেই বিষয়ে খোঁজ নিন, সমস্যা দূর হবে।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

মনের কথা শুনে চলুন, যুক্তিকে প্রাধান্য দিলে সমস্যা বাড়তে পারে।

advertisement

আরও পড়ুন– খাঁটি বাঙালিয়ানার ছোঁয়ায় রাজকীয় হবে জামাই আপ্যায়ণ! সুযোগ দিচ্ছে কলকাতার অভিজাত পাঁচতারা

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

আবেগ আর যুক্তি- দিন ভাল রাখার জন্য প্রতি পদক্ষেপে দুইয়ের ভারসাম্য রক্ষা করতে হবে।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

বড় কিছু পাওয়ার লক্ষ্যে জীবনের ছোট আনন্দগুলো অবহেলা করবেন না।

advertisement

আরও পড়ুন– দক্ষিণী পরিচালকের ঘরে ২০০০ টাকার নোটের স্তূপ ! ট্যুইটারে ছবি আসতেই শুরু হল জলঘোলা

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

প্রণয়ের সম্পর্ক ঠিকঠাক থাকবে, তবে জীবনের একঘেয়েমি গ্রাস করতে পারে।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

ব্যক্তিগত সম্পর্ক হোক বা কর্মজীবন- জোর করে কোনও পদক্ষেপ করবেন না!

advertisement

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

কোনও কিছুই নজর এড়াবে না, সেই মতো ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে হবে।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

ব্যক্তিগত সম্পর্কে মনোমালিন্য বাড়লেও তা ভবিষ্যতের ভিত মজবুত করবে।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

নিজের দুর্বলতা নয়, বরং সৃজনশীল স্বভাবকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ব্যবহার করুন।

advertisement

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

যুক্তি দিয়ে অন্যদের আচরণের ব্যাখ্যা খুঁজে পাবেন না, মনের কথা শুনুন।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

কল্পনাবিলাসে দিনটি অপচয় করবেন না, উদ্যোগী হলে তবেই লক্ষ্যে পৌঁছবেন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

অন্যের বিরুদ্ধে যুক্তির মুখে পড়তে হবে, তার জন্য তৈরি থাকুন।

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

(প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope Today: রাশিফল ২৫ মে; দেখে নিন কেমন যাবে আজকের দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল