জঙ্গলমহল পুরুলিয়াতে চলছে ছট পুজোর প্রস্তুতি। ছট পুজোর প্রথম দিন শুরু হয় লাউ ভাত বা লউকি ভাত দিয়ে। এই দিন ব্রতীরা নখ কেটে, স্নান করে, শুদ্ধ বস্ত্র পরে ছোলার ডাল ও লাউ দিয়ে রান্না করেন। আর এই ভাত খেয়েই তাদের ছট পুজো শুরু হয়। এ বিষয়ে ব্রতী দিয়া সাউ বলেন , মূলত ছট পুজো শুরু হয় লাউ ভাত থেকে। পূর্বপুরুষদের সময় থেকে এই নিয়ম চলে আসছে। এই লাউ ভাত খাওয়ার মূল কারণ হল শরীরের জলের ঘাটতি মেটানো। কারণ এই সময় ব্রতীরা উপোস করে থাকেন তারা জল পান করেন না।
advertisement
আরও পড়ুন – Tarapith Hotels: ছাড়, ছাড় ছাড়! এই সময়ের ছুটিতে ঘুরে আসুন তারাপীঠে, দামি হোটেল দিচ্ছে সস্তায় রুম
তাই লাউ ভাত খেলে তাদের শরীরে জলের ঘাটতিমেটে। সেই কারণেই এই লাউ ভাত খাওয়া হয়। প্রথমে ব্রতী এই ভাত খেয়ে থাকেন এরপর পরিবারের অন্যান্য সদস্যরা ও আগত অতিথিরাও এই লাউ ভাত খান। ছট পুজো অসম্পূর্ণ লাউভাত ছাড়া। ছট পুজোর নিয়ম অনুসারে। প্রথম দিন ব্রতীরা লাউ ভাত খেয়ে এই পুজো শুরু করেন। চারদিন ব্যাপী এই পুজো হয়। প্রথম দিন হয় লাউ ভাত , দ্বিতীয় দিন খরনা , তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য , শেষ দিন সূর্যোদয় অর্ঘ্য। নিষ্ঠা নিয়মের সঙ্গে এই পুজো করতে হয়।
মূলত সূর্যদেবের আরাধনা করতেই ছট পুজো করা হয়ে থাকে। রাজ্যের পশ্চিম প্রান্তের জেলা পুরুলিয়া। একসময় এই জেলা ছিল ততকালীন বিহারের অন্তর্গত। ফলে এই জেলায় হিন্দিভাষী মানুষের বসবাসও যথেষ্ট বেশি অন্যান্য জেলার তুলনায়। হিন্দিভাষীদের এই উৎসব এই জেলায় বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই কারণেই।
Sharmistha Banerjee