বৃহস্পতির কর্কট প্রবেশে শনিদেবের কৃপায় ভাগ্য খুলবে কাদের? সম্পর্ক থেকে চাকরি হাত ছোঁয়ালেই মালামাল কারা?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
গত মার্চ মাসে শনিদেব মীন রাশিতে প্রবেশ করার পর থেকেই কিছু রাশির জীবনে শুরু হয়েছে শনিদোষের প্রভাব। যাঁদের রাশিতে শনিদোষ রয়েছে, তাঁদের জীবনে নানা বাধা-বিপত্তি, অর্থনৈতিক সংকট, সম্পর্কের টানাপোড়েন ও কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা দেয়। বর্তমানে মেষ, কুম্ভ ও মীন রাশির রয়েছে প্রথম শনি, সিংহ রাশির অষ্টম শনি, কন্যা রাশির সপ্তম শনি, আর ধনু রাশির দ্বিতীয় শনি চলছে।
গত মার্চ মাসে শনিদেব মীন রাশিতে প্রবেশ করার পর থেকেই কিছু রাশির জীবনে শুরু হয়েছে শনিদোষের প্রভাব। যাঁদের রাশিতে শনিদোষ রয়েছে, তাঁদের জীবনে নানা বাধা-বিপত্তি, অর্থনৈতিক সংকট, সম্পর্কের টানাপোড়েন ও কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা দেয়। বর্তমানে মেষ, কুম্ভ ও মীন রাশির রয়েছে প্রথম শনি, সিংহ রাশির অষ্টম শনি, কন্যা রাশির সপ্তম শনি, আর ধনু রাশির দ্বিতীয় শনি চলছে।
advertisement
advertisement
মেষ রাশিশনিদেবের দ্বাদশ স্থানে গমন হওয়ায় শনিমাসের শুরুতেই মেষ রাশির জাতকরা ভোগ করছেন শনিদোষের প্রভাব। এই সময় কর্মে বিঘ্ন, পরিশ্রমের তুলনায় ফলের অভাব ও অযথা খরচের পরিমাণ বেড়ে যেতে পারে। তবে শুভ গ্রহ বৃহস্পতির দৃষ্টি শনির ওপর থাকায় এই বাধাগুলি ধীরে ধীরে দূর হবে। সামান্য প্রচেষ্টাতেই আয়ের উৎস বাড়বে এবং সব কাজে সাফল্য মিলবে।
advertisement
সিংহ রাশিঅষ্টম স্থানে শনির অবস্থান সিংহ রাশির জন্য অষ্টম শনির প্রভাব বয়ে আনছে। কাজের চাপ, অপ্রত্যাশিত খবর ও আয়ে ঘাটতি দেখা দিতে পারে। দাম্পত্য ও পারিবারিক সম্পর্কে কিছুটা অশান্তিও থাকতে পারে। তবে বৃহস্পতির শুভ দৃষ্টি শনির অশুভ প্রভাব কমিয়ে দেবে। ফলস্বরূপ কর্মক্ষেত্রে উন্নতি, আয়ের বৃদ্ধি ও জীবনে স্থিতি ফিরে আসবে। দাম্পত্য জীবনে অপ্রত্যাশিত সুখও আসতে পারে।
advertisement
কন্যা রাশিকন্যা রাশির সপ্তম স্থানে শনির গমন বিলম্ব ও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিবাহ বা সম্পর্কের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। প্রচুর পরিশ্রম করেও ফল তুলনামূলক কম মিলবে। তবে বৃহস্পতির দৃষ্টি এই সময়ে শুভ ফল বয়ে আনবে। জীবনে স্থিতি, আনন্দ ও পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকেও উন্নতি হবে।
advertisement
ধনু রাশিধনু রাশির জন্য চলছে আড়ষ্টম শনি। এতে পারিবারিক সুখ কিছুটা কমে যেতে পারে। সম্পত্তি বা যানবাহন সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। তবে বৃহস্পতির শুভ প্রভাব শনির শক্তিকে ইতিবাচকভাবে রূপান্তর করবে। সামান্য প্রচেষ্টায় আয় বৃদ্ধি পাবে এবং জীবনে নতুন সুযোগ আসবে।
advertisement
advertisement
advertisement