আজ রাতেই রাশি অনুযায়ী চুপিচুপি করে ফেলুন সহজ কিছু উপায়! মা লক্ষ্মীর কৃপায় ধরা দেবে সোনালি সময়
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানান, দীপাবলিতে লক্ষ্মীর পুজোয় ধনে, বাতাশা, পদ্মবীজ, গুড় ও নাগকেশর ব্যবহার করবেন। এই তিথিতে লাল পোশাক, তামার পাত্র, গুড়, তিল, চাল, চিনি, মুসুর ডাল দান করলে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যার এবং পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই তিথিতে সাদা গোরুর সেবা করা উচিত। এ ছাড়াও সুকনো নারকেল ও মেওয়া-চিনি প্রবাহিত করা লাভজনক।
হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল দীপাবলি। ২০ অক্টোবর দীপাবলি। এই তিথিতে লক্ষ্মী গণেশের পুজো করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দীপাবলিতে লক্ষ্মী-গণেশের পুজো করলে ধন, সমৃদ্ধি ও ঐশ্বর্য বৃদ্ধি পায়। এই তিথিতে লক্ষ্মী মর্ত্যে ভ্রমণ করতে আসেন ও নিজের ভক্তদের আশীর্বাদ দেন। বৈদিক জ্যোতিষ অনুযায়ী দীপাবলি তিথিতে রাশি অনুযায়ী লক্ষ্মীর পুজো করলে পরিবারে সুখ-শান্তি, ধন বৃদ্ধি হয়। এই তিথিতে রাশি অনুযায়ী কোন কোন উপায়ে দুর্ভাগ্য দূর করবেন জেনে নিন।
advertisement
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানান, দীপাবলিতে লক্ষ্মীর পুজোয় ধনে, বাতাশা, পদ্মবীজ, গুড় ও নাগকেশর ব্যবহার করবেন। এই তিথিতে লাল পোশাক, তামার পাত্র, গুড়, তিল, চাল, চিনি, মুসুর ডাল দান করলে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যার এবং পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই তিথিতে সাদা গোরুর সেবা করা উচিত। এ ছাড়াও সুকনো নারকেল ও মেওয়া-চিনি প্রবাহিত করা লাভজনক।
advertisement
বৃষ রাশির জাতকরা এই তিথিতে অপরাজিতার শিকড়, পদ্মফুল, কালো তিল, গোলাপের আতর, জটা মানসির ধূম্র, পদ্মবীজ ও খই ব্যবহার করবেন লক্ষ্মীর পুজোয়। এই তিথিতে সবুজ সবজি ও চাল দান করা শুভ। পাশাপাশি বটগাছের শিকড়ে গুড় মেশানো দুধ নিবেদন করলে লক্ষ্মী প্রসন্ন হবেন। এর প্রভাবে ধন-বৈভব বাড়বে ও পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
advertisement
মিথুন জাতকরা এই শুভ দিনে গুগ্গলের ধূপ, মধু, নাগকেশর, গুড়, গোটা ধনে ও পদ্মবীজ ব্যবহার করুন পুজোর সময়। এর প্রভাবে পরিবারে ধন ও সুখ-শান্তি বজায় থাকবে। এই রাশির জাতকরা দীপাবলি তিথিতে মাথা, নাভি ও জিহ্বায় জাফরান মিশ্রিত জল লাগান। এ ছাড়াও এই তিথিতে খালি কলসি জলে প্রবাহিত করলে পরিবারে সমৃদ্ধির আগমন হয় ও আর্থিক বাধা কমে আসে।
advertisement
কর্কট রাশির জাতকরা লক্ষ্মীর পুজোর সময় দক্ষিণাবর্তী শঙ্খে জাফরান দিয়ে লক্ষ্মী বীজ শ্রীং ও মায়া বীজ হৃীং লিখে অপরাজিতার শিকড় দিয়ে পুজো করুন। এই উপায় করলে পরিবারে সুখ-শান্তি, ধন ও সমৃদ্ধির আগমন ঘটবে। এ ছাড়াও কর্কট জাতকরা গোরুর সেবা, চাল ও চিনি দান করতে ভুলবেন না। বট গাছের শিকড়ে মিষ্টি দুধ নিবেদন করলে লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন।
advertisement
দীপাবলির দিনে সিংহ রাশির জাতকরা লক্ষ্মী বীজ শ্রীং ও মায়া বীজ হৃীং জপ করুন। এছাড়াও পুরুষ শুক্তো পাঠ করুন ও মহালক্ষ্মীর পুজোয় খই, গোলাপের আঁতর, লাল কনের ফুল নিবেদন করুন। এতে লক্ষ্মী প্রসন্ন হবেন ও পরিবারে আনন্দের আগমন ঘটবে। এছাড়াও দীপাবলি ও প্রতিটি অমাবস্যায় কালো বাঁশিতে গুড় ভরে প্রবাহিত করলে ধনবৃদ্ধি সম্ভব।
advertisement
দীপাবলির দিনে কন্যা রাশির জাতকরা লক্ষ্মীর পুজোয় অপরাজিতার ফুল ও শিকড়, চামেলির আতর, মধু ও পদ্মবীজ ব্যবহার করুন। এই সমস্ত জিনিস দিয়ে পুজো করলে পরিবারে সুখ-শান্তি ও ধন বৃদ্ধি সম্ভব। এ ছাড়াও কন্যা রাশির জাতকরা এই তিথিতে কালো কাপড়ে ১২টি বাদাম বেঁধে লোহার ডিবেতে বন্ধ করে অন্ধকার স্থানে রেখে দিন ও শারীরিক দিক দিয়ে অক্ষম ব্যক্তিদের তেলেভাজা খাওয়ান। এর প্রভাবে লক্ষ্মীর আশীর্বাদ পাবেন ও দুর্ভাগ্য দূর হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মীন রাশির জাতকরা দীপাবলিতে লক্ষ্মী পুজোয় গোলাপ ফুল, গোলাপের আতর, বেদানা, পদ্মবীজ, খই দেশি ঘি, গুগ্গলের ধূপ ব্যবহার করবেন। এই তিথিতে অর্গলা স্তোত্র পাঠ করুন। আবার মহানিশায় রুপোর কৌটোয় মধু, জাফরান ও অপরাজিতার শিকড় রেখে বছর ভর পুজো করুন। তবে এই ডিবে বন্ধ রাখবেন, খুলবেন না। এর ফলে লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে ও পরিবারে সমৃদ্ধি থাকবে।
advertisement