Kali Puja Vastu Eating Tips: আজ কার্তিক অমাবস্যায় কালীপুজো! ভুলেও দাঁতে কাটবেন না এই ২ ডাল ও ৪ সবজি! চরম অভাব অসুস্থতায় ছারখার হবে জীবন!
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Kali Puja Vastu Eating Tips: এই তিথিতে পূজিত হন মা লক্ষ্মীও। যাঁদের বাড়িতে দীপান্বিতা লক্ষ্মীপুজো হয়, তাঁরা ভুলেও কিছু খাবার গ্রহণ করবেন না। তাহলে সংসারে নেমে আসতে পারে অভাব অনটন, দুঃখ কষ্ট দারিদ্র।
advertisement
1/9

বৃহস্পতিবার কার্তিক অমাবস্যায় পালিত হচ্ছে কালীপুজো। এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথির অন্য নাম দীপান্বিতা অমাবস্যা। প্রতি গুরুত্বপূর্ণ তিথির মতো এদিনও কিছু পালনীয় আচার আচরণ এবং আহারবিধি আছে।
advertisement
2/9
এই তিথিতে পূজিত হন মা লক্ষ্মীও। যাঁদের বাড়িতে দীপান্বিতা লক্ষ্মীপুজো হয়, তাঁরা ভুলেও কিছু খাবার গ্রহণ করবেন না। তাহলে সংসারে নেমে আসতে পারে অভাব অনটন, দুঃখ কষ্ট দারিদ্র। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম।
advertisement
3/9
দীপান্বিতা লক্ষ্মীপুজো পালন করলে আমিষ খাবার গ্রহণ করবেন না৷ মাছ, মাংস, পেঁয়াজ, রসুনের মতো খাবার ও নেশাজাতীয় জিনিস গ্রহণ থেকে এই তিথিতে দূরে থাকুন৷ নয়তো কুপিত হতে পারেন মা লক্ষ্মী৷
advertisement
4/9
এই অমানিশায় বিউলির ডাল এবং মুসুর ডাল গ্রহণ করাও অশুভ বলে মনে করা হয়৷ তাই এই দুই শস্য কালীপুজোর রাতে এড়িয়ে চলাই বাঞ্ছনীয়৷
advertisement
5/9
যে কোনও তিতো বা তিক্ত খাবার এই তিথিতে গ্রহণ করবেন না৷ বিশেষ করে কার্তিক মাসে করলা একদমই গ্রহণ করবেন না৷ এছাড়া বরবটি, শিমও এই মাসে খাবেন না৷
advertisement
6/9
কালীপুজোর শুভ দিনে বেগুন একদম খাবেন না৷ টক দই, মাখনও খাবেন না৷ পরিবর্তে দুধ গ্রহণ করতে পারেন৷
advertisement
7/9
কার্তিক মাসে ঋতু পরবর্তিত হতে শুরু করে৷ বাতাসে শীতের প্রভাব বাড়তে থাকে৷ তাই মরশুমি পরিবর্তনের কথা মাথায় রেখে সুস্থতার জন্যই এই আহারবিধি৷ পরবর্তীতে এর সঙ্গে মিশে যায় জ্যোতিষ অনুষঙ্গ৷
advertisement
8/9
কালীপুজোর দিন রুটি-সহ কোনও পোড়া খাবার খাবেন না৷ একে অশুভ বলে মনে করা হয়৷ উপবাস শেষে লুচি পরোটা বা খিচুড়ি গ্রহণ করতে পারেন৷
advertisement
9/9
যাঁরা এই তিথিতে দেবী লক্ষ্মী বা কালীর পুজোর জন্য উপবাস করছেন, তাঁরা এই বিধি মেনে চলুন৷ যাঁরা উপবাস করছেন না, তাঁরাও এই রীতি অনুসরণ করুন৷ মনে করা হয় এর ফলে জীবন থেকে অভাব দূর হয়৷ পরিবর্তে আসে সুখ সমৃদ্ধি ও ধনবৃষ্টি৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kali Puja Vastu Eating Tips: আজ কার্তিক অমাবস্যায় কালীপুজো! ভুলেও দাঁতে কাটবেন না এই ২ ডাল ও ৪ সবজি! চরম অভাব অসুস্থতায় ছারখার হবে জীবন!