আর কিছুক্ষণেই কালীপুজো... সারা বাংলার মন্দিরে মন্দিরে কেমন ছবি?

Last Updated:
৩২২ বছরের ঠনঠনিয়া মা সিদ্ধেশ্বরী কালীর পুজো। ঐতিহ্য, ইতিহাস, কিংবদন্তিতে আজ পূজিতা ঠনঠনয়া কালী। আজ ভোর সাড়ে চারটেয় মঙ্গল আরতি হয়েছে। সকাল ৭ টা থেকে নানাবিধ উপকরণ দিয়ে নৈবেদ্য সহযোগে চলছে পুজো। বেলা সাড়ে ১২টায় মৎস্যসহ অন্য ভোগ দেওয়া হয় মাকে। সকাল থেকেই ভক্তের ভিড়, পুলিশি নিরাপত্তা।
1/9
৩২২ বছরের ঠনঠনিয়া মা সিদ্ধেশ্বরী কালীর পুজো। ঐতিহ্য, ইতিহাস, কিংবদন্তিতে আজ পূজিতা ঠনঠনয়া কালী। আজ ভোর সাড়ে চারটেয় মঙ্গল আরতি হয়েছে। সকাল ৭ টা থেকে নানাবিধ উপকরণ দিয়ে নৈবেদ্য সহযোগে চলছে পুজো। বেলা সাড়ে ১২টায় মৎস্যসহ অন্য ভোগ দেওয়া হয় মাকে। সকাল থেকেই ভক্তের ভিড়, পুলিশি নিরাপত্তা।
৩২২ বছরের ঠনঠনিয়া মা সিদ্ধেশ্বরী কালীর পুজো। ঐতিহ্য, ইতিহাস, কিংবদন্তিতে আজ পূজিতা ঠনঠনয়া কালী। আজ ভোর সাড়ে চারটেয় মঙ্গল আরতি হয়েছে। সকাল ৭ টা থেকে নানাবিধ উপকরণ দিয়ে নৈবেদ্য সহযোগে চলছে পুজো। বেলা সাড়ে ১২টায় মৎস্যসহ অন্য ভোগ দেওয়া হয় মাকে। সকাল থেকেই ভক্তের ভিড়, পুলিশি নিরাপত্তা।
advertisement
2/9
মা সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরাণী যাঁর পরিচিত নাম ফিরিঙ্গি কালী৷ বাংলা ভাষায় আঙিনায় ঢুকে অ্যাংলো অ্যান্টনি কবিয়াল বুঝেছিলেন খ্রিষ্ট আর কৃষ্ণ এক।  ৫০০ বছরের বেশি সময় ধরেই এই পুজো হয়ে আসছে।
মা সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরাণী যাঁর পরিচিত নাম ফিরিঙ্গি কালী৷ বাংলা ভাষায় আঙিনায় ঢুকে অ্যাংলো অ্যান্টনি কবিয়াল বুঝেছিলেন খ্রিষ্ট আর কৃষ্ণ এক। ৫০০ বছরের বেশি সময় ধরেই এই পুজো হয়ে আসছে।
advertisement
3/9
কলকাতার অন্যতম আদি কালী মন্দির টালিগঞ্জের করুণাময়ী কালীমন্দির ৷ আজ দীপান্বিতা অমাবস্যার সকালে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ এবছর টালিগঞ্জ করুণাময়ী কালী পুজোর ২৬৬তম বর্ষ ৷ প্রতি বছরই টালিগঞ্জের এই কালীমন্দিরে মহাসমারোহে পুজো হয়  সকালে কুমারী পুজো , মঙ্গল আরতির মধ্যে দিয়ে চলছে পুজো পাঠ।
কলকাতার অন্যতম আদি কালী মন্দির টালিগঞ্জের করুণাময়ী কালীমন্দির ৷ আজ দীপান্বিতা অমাবস্যার সকালে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ এবছর টালিগঞ্জ করুণাময়ী কালী পুজোর ২৬৬তম বর্ষ ৷ প্রতি বছরই টালিগঞ্জের এই কালীমন্দিরে মহাসমারোহে পুজো হয় সকালে কুমারী পুজো , মঙ্গল আরতির মধ্যে দিয়ে চলছে পুজো পাঠ।
advertisement
4/9
তারাপীঠে ভোগের মধ্যে ছিল ভাত, ফ্রাইড রাইস, পোলাও সহ ডাল, পাঁচ রকম ভাজা দেওয়া হয়। এর পাশাপাশি পাঁচ রকমের তরকারি, মাছ,মাছের মাথা ভাজা। বিশেষ ভোগ হিসেবে থাকে বলির পাঁঠার মাংস, কারণ, শোল মাছ পোড়া।
তারাপীঠে ভোগের মধ্যে ছিল ভাত, ফ্রাইড রাইস, পোলাও সহ ডাল, পাঁচ রকম ভাজা। এর পাশাপাশি পাঁচ রকমের তরকারি, মাছ,মাছের মাথা ভাজা। বিশেষ ভোগ হিসাবে থাকে বলির পাঁঠার মাংস, কারণ, শোল মাছ পোড়া।
advertisement
5/9
বিশুদ্ধ পঞ্জিকা মতে ২০ অক্টোবর দুপুর ৩টে ৪৫ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। শেষ হবে ২১ অক্টোবর বিকেল ৫টা ৫৪ মিনিটে।
বিশুদ্ধ পঞ্জিকা মতে ২০ অক্টোবর দুপুর ৩টে ৪৫ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। শেষ হবে ২১ অক্টোবর বিকেল ৫টা ৫৪ মিনিটে।
advertisement
6/9
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ২০ অক্টোবর দুপুর ২টো ৫৭ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে, শেষ হচ্ছে ২১ অক্টোবর বিকেল ৪টে ২৬ মিনিটে।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ২০ অক্টোবর দুপুর ২টো ৫৭ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে, শেষ হচ্ছে ২১ অক্টোবর বিকেল ৪টে ২৬ মিনিটে।
advertisement
7/9
কালীপুজোর সেরা সময় হল ২০ অক্টোবর রাত ১১টা ৪১ মিনিট থেকে ২১ অক্টোবর রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত।
কালীপুজোর সেরা সময় হল ২০ অক্টোবর রাত ১১টা ৪১ মিনিট থেকে ২১ অক্টোবর রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত।
advertisement
8/9
২০ অক্টোবর দিবাগত রাতেই অমাবস্যা তিথি মধ্যরাত্রিকে স্পর্শ করছে, তাই ২০ অক্টোবর রাতেই পূজিত হবেন মা কালী।
২০ অক্টোবর দিবাগত রাতেই অমাবস্যা তিথি মধ্যরাত্রিকে স্পর্শ করছে, তাই ২০ অক্টোবর রাতেই পূজিত হবেন মা কালী।
advertisement
9/9
অমাবস্যা যে দিন প্রদোষকাল পায় সেই সময়ই দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়। অর্থাৎ এই পুজোও ২০ অক্টোবর সন্ধ্যায় হবে।
অমাবস্যা যে দিন প্রদোষকাল পায় সেই সময়ই দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়। অর্থাৎ এই পুজোও ২০ অক্টোবর সন্ধ্যায় হবে।
advertisement
advertisement
advertisement