Guess The Cricketer: ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গেই চুটিয়ে প্রেম, সুন্দরীর রূপে ভুলে যান রোগ, বিশ্বকাপে চালিয়েছিলেন ধ্বংসলীলা, এখন আবার সাংসদ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cricketer Love Story: ‘দিজ ইজ ১০০% Love, Love, Love’- এই প্রেমের কাহিনী দারুণ
advertisement
advertisement
advertisement
advertisement
বিশ্বকাপ ফাইনালে অভিষেকসেই সময় গৌতম গম্ভীরের সঙ্গে ভারতের হয়ে ইনিংস শুরু করেন বীরেন্দ্র সেহওয়াগ। হঠাৎ সেহওয়াগ আহত হলে, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বেঞ্চে বসে থাকা ইউসুফকে অভিষেকের সুযোগ দেন। সেই ম্যাচে ইরফানের ভাই আট বলে ১৫ রান করেছিলেন এবং একটি ওভার করেছিলেন। এরপর, ইউসুফ ভারতের হয়ে অনেক ম্যাচ খেলেছিলেন এবং তাদের জয়ের দিকে নিয়ে গিয়েছিলেন। তার ভাই ইরফান পাঠান ইতিমধ্যেই একজন তারকা খেলোয়াড় ছিলেন, কিন্তু ইউসুফ নিজের জন্য একটি নাম তৈরি করেছিলেন।
advertisement
ক্রিকেট থেকে রাজনীতিআইপিএলে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে তিনি তার আক্রমণাত্মক ভঙ্গি দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। আজ, ইউসুফ পাঠান যুদ্ধক্ষেত্র থেকে উঠে সংসদে পৌঁছেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে, তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে পশ্চিমবঙ্গের অত্যন্ত কাঙ্ক্ষিত বহরমপুর নির্বাচনী এলাকা থেকে জয়লাভ করেন এবং ভারতের সংসদে আত্মপ্রকাশ করেন। ক্রিকেটের পর, ইউসুফ রাজনীতির ক্ষেত্রেও সমানভাবে আক্রমণাত্মক দেখায়।