এদিন স্থানীয়রা প্রথমে ঝোপে এক যুবককে পড়ে থাকতে দেখেন। তারা এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই যুবক। এরপর খবর দেওয়া হয় বনদফতর ও পুলিশে। ঘটনাস্থলে বনদফতরের কর্মীরা ও কালচিনি থানার পুলিশ পৌঁছায়।কালচিনি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।
আরও পড়ুন-কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কীভাবে হলেন ঐশ্বর্য? ৫০-এর জন্মদিনে ফাঁস অবাক করা তথ্য
advertisement
কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা জানিয়েছেন, ‘সম্ভবত হাতির হানায় যুবকের মৃত্যু হতে পারে। যুবকের নাম পরিচয় জানা যায়নি। আমরা তদন্ত চালাচ্ছি। যুবকের বাড়ি কালচিনি ও তার আশেপাশে হবে।’
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।পুলিশের অনুমান যুবকের বয়স ২২ বছরের মত। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি রাতে ঘটেছে বলে মনে করা হচ্ছে। রাতের বেলায় জঙ্গল এলাকায় যুবকরা কেন ঘুরছে। তার জন্য টহল চলবে এলাকায়। বনদফতরের তরফেও সকলকে জানানো হয়েছে, রাত হলে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য ওই রাস্তাটি ব্যবহার না করতে।
Annanya Dey






