বিবাহিত মহিলারা এই সিঁদুর খেলায় যোগ দেন। যদিও আজকাল বিবাহিত, অবিবাহিত সকলেই এই আনন্দ উৎসবে মেতে ওঠেন। দশমীর দিন হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী বরণের পর সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা। তাঁরা এই নিয়মকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন। দশমীর দিন মহিলারা আগে দেবীকে বরণ করেন, তাঁর কপালে সিঁদুর ছুঁইয়ে, সেই সিঁদুর একে অন্যের সিঁথিতে দেন। মনে করা হয় এতে সৌভাগ্য পাওয়া যায়।
advertisement
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী দুর্গাবাড়ির পুজোয় মানুষের ঢল
এই সিঁদুর খেলার প্রথার সঙ্গে জড়িয়ে আছে ধুনুচি নাচ। বহু বছর ধরেই এই দিনে মহিলারা সিঁদুর খেলে থাকেন এবং স্বামীর দীর্ঘায়ু কামনা করেন। আজ দশমী। পুজোর শেষ। আরও একটা বছরের অপেক্ষা।দেবীকে বরণের পাশাপাশি। সিঁদুর খেলায় মেতে উঠতে দেখা যায় আলিপুরদুয়ারের সকলকে। মহিলারা সিঁদুর খেলার পাশাপাশি। একে অপরের মিষ্টিমুখ করাচ্ছেন।
Annanya Dey