যদিও পরবর্তীতে বুনো হাতির দল জলদাপাড়া জঙ্গলে প্রবেশ করে বলে জানা যায়। ফালাকাটার বংশীধরপুর গ্রামে গত বৃহস্পতিবার মাঝরাতে জলদাপাড়া বনাঞ্চলের এক পাল হাতি ঢুকে পড়ে। আলুর ক্ষেতে তাণ্ডব চালায় ওই হাতির দল বলে জানা যায়। কালীপুজো উপলক্ষে রাতে ওই গ্রামে এক অনুষ্ঠান চলছিল। মাইকের শব্দে এলাকার মানুষ হাতি ঢোকার বিষয়টি প্রথমে টের পাননি। হাতির হানায় এলাকার বিঘার পর বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ফালাকাটার এক গুদামে অগ্নিকাণ্ড! বহু টাকার ক্ষয়ক্ষতি
হাতি এসেছে গ্রামে টের পেতেই সকলেই বাড়িতে ছিলেন। কেউ বাইরে বের হননি। সকাল হতেই বাইরে বেরিয়ে দেখেন ক্ষেতে আর কিছু অবশিষ্ট নেই।সব নষ্ট করেছে হাতির দল। স্থানীয় বাসিন্দা বুলু ওরাওঁয়ের প্রায় দেড় বিঘা জমির ধান নষ্ট হয়েছে। বীরেশ বিশ্বাসের আড়াই বিঘা জমির আলু খেত মাড়িয়ে দিয়েছে হাতির পাল। এছাড়া আরও অনেকের বিঘার পর বিঘা বেগুন খেতের ক্ষতি হয়েছে। আবার হরি সরকারের বাড়িতেও দলছুট একটি দাঁতাল আক্রমণ করে। ঘরের টিনের বেড়া ভেঙে ধান, আটা, চাল সাবাড় করে ওই দাঁতাল। রাতে ওই ঘরে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।
আরও পড়ুনঃ জলদাপাড়ার হাতির দলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বংশীধরপুরের কৃষিজমি!
এদিকে বন দফতরে ফোন করা হলেও বনকর্মীরা ঘটনাস্থলে আসতে দেরি করেন বলে স্থানীয়দের অভিযোগ। তবে ভোরবেলায় বন দফতর ও স্থানীয়দের তাড়ায় হাতির পালটি জঙ্গলে ফিরে যায়। বংশীধরপুর এলাকার পাশেই জলদাপাড়ার ব্যাংডাকি বিট। বিটের তরফে জানা গিয়েছে ক্ষতিগ্রস্তদের বন দফতরের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
Annanya Dey