TRENDING:

Alipurduar News: বেহাল রাস্তা সারায়নি পঞ্চায়েত, চাঁদা তুলে নিজেরাই কাজ শুরু করলেন গ্রামবাসীরা

Last Updated:

বেহাল রাস্তা মেরামতির জন্য বারবার পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। শেষমেষ পঞ্চায়েতের ভরসায় না থেকে তাঁরা নিজেরাই রাস্তা তৈরি শুরু করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: রাস্তা তৈরি করে দেওয়ার জন‍্য অনেকবার পঞ্চায়েতে জানানো হয়েছিল। তবুও পঞ্চায়েত থেকে রাস্তার জন্য অর্থ বরাদ্দ হয়নি। বাধ‍্য হয়ে গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে টাকা জোগাড় করে রাস্তা তৈরির কাজ শুরু করলেন।
advertisement

আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর-১ পঞ্চায়েতের হেদায়েতনগর গ্রামের ঘটনা। এখানকার বেহাল রাস্তা মেরামতির জন্য বারবার পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। শেষমেষ পঞ্চায়েতের ভরসায় না থেকে তাঁরা নিজেরাই রাস্তা তৈরি শুরু করেছেন।

আরও পড়ুন: হেলমেট না পরেই দ্রুত গতিতে চালাচ্ছিলেন বাইক, গার্ডওয়ালে ধাক্কা মেরে মৃত ১, আশঙ্কাজনক ২

advertisement

এই প্রসঙ্গে এলাকার মানুষ জানান, বেশ কয়েক বছর ধরে এলাকার রাস্তা ভেঙে পড়েছে। সেখান দিয়ে যাতায়াত করা বিপজ্জনক হয়ে উঠছে। বর্ষাকালে এখান দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে ওঠে। রাস্তা খারাপ হওয়ার জন্য এই গ্রামে টোটো সহ বড় কোন‌ও যানবাহন ঢোকে না। কিন্তু বিষয়টির দিকে প্রশাসনের বিন্দুমাত্র নজর নেই। তাই আর অপেক্ষায় না থেকে তাঁরা নিজেদের টাকা খরচ করেই রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেন। তবে বিষয়টি এত সহজে ছেড়ে দিতে নারাজ গ্রামবাসীরা। তাঁরা পরিষ্কার জানিয়েছেন, সামনের পঞ্চায়েত নির্বাচনে ভোট চাইতে এলে এই রাস্তাই দেখিয়ে দেওয়া হবে নেতাদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বেহাল রাস্তা সারায়নি পঞ্চায়েত, চাঁদা তুলে নিজেরাই কাজ শুরু করলেন গ্রামবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল