উত্তর ২৪ পরগনা: হেলমেট না পরেই দ্রুতগতিতে চালাচ্ছিলেন বাইক। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গার্ডওয়ালে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক যুবকের। আশঙ্কা জনক অবস্থায় আরও দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বরূপনগরের ঘটনা।
শুক্রবার দুপুরে স্বরূপনগরে কাছে টাকি রোডে এই দুর্ঘটনা ঘটে। বাইকে করে তিন যুবক দেগঙ্গার দিকে যাচ্ছিল। আরোহীদের কারোর মাথাতেই হেলমেট ছিল না। দ্রুতগতিতে চলছিল বাইকটি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের লোহার গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে তিনজনই গুরুতর জখম হয়। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা নিমাই মণ্ডলকে মৃত বলে ঘোষণা করে। বাকি দুই বাইক আরোহীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বসিরহাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন: ড্রেন তৈরি শুরু হয়েও বন্ধ কাজ, রাস্তা যেন মরণ ফাঁদ!
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট না পরা এবং অস্বাভাবিক দ্রুত গতিতে বাইক চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বাইকে থাকা তিনজনেরই বাড়ি দেগঙ্গা থানার গাংনিয়া গ্রামে। এই দুর্ঘটনা ফের একবার পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দিল। কারণ বারবার প্রচার করা সত্ত্বেও বাইক আরোহীদের একাংশ যে মোটেও হেলমেট পরছেন না তা দিনের আলোর মত পরিষ্কার হয়ে গিয়েছে। তার ফলেই মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন পথ নিরাপত্তা বিশেষজ্ঞরা।
জুলফিকার মোল্লা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Basirhat, Bike Accident, Road Accident