North 24 Parganas News: হেলমেট না পরেই দ্রুত গতিতে চালাচ্ছিলেন বাইক, গার্ডওয়ালে ধাক্কা মেরে মৃত ১, আশঙ্কাজনক ২

Last Updated:

শুক্রবার দুপুরে স্বরূপনগরে কাছে টাকি রোডে এই দুর্ঘটনা ঘটে। বাইকে করে তিন যুবক দেগঙ্গার দিকে যাচ্ছিল। আরোহীদের কারোর মাথাতেই হেলমেট ছিল না। দ্রুতগতিতে চলছিল বাইকটি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের লোহার গার্ড‌ওয়ালে সজোরে ধাক্কা মারে।

উত্তর ২৪ পরগনা: হেলমেট না পরেই দ্রুতগতিতে চালাচ্ছিলেন বাইক। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গার্ডওয়ালে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক যুবকের। আশঙ্কা জনক অবস্থায় আরও দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বরূপনগরের ঘটনা।
শুক্রবার দুপুরে স্বরূপনগরে কাছে টাকি রোডে এই দুর্ঘটনা ঘটে। বাইকে করে তিন যুবক দেগঙ্গার দিকে যাচ্ছিল। আরোহীদের কারোর মাথাতেই হেলমেট ছিল না। দ্রুতগতিতে চলছিল বাইকটি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের লোহার গার্ড‌ওয়ালে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে তিনজনই গুরুতর জখম হয়। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা নিমাই মণ্ডলকে মৃত বলে ঘোষণা করে। বাকি দুই বাইক আরোহীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বসিরহাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট না পরা এবং অস্বাভাবিক দ্রুত গতিতে বাইক চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বাইকে থাকা তিনজনেরই বাড়ি দেগঙ্গা থানার গাংনিয়া গ্রামে। এই দুর্ঘটনা ফের একবার পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দিল। কারণ বারবার প্রচার করা সত্ত্বেও বাইক আরোহীদের একাংশ যে মোটেও হেলমেট পরছেন না তা দিনের আলোর মত পরিষ্কার হয়ে গিয়েছে। তার ফলেই মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন পথ নিরাপত্তা বিশেষজ্ঞরা।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: হেলমেট না পরেই দ্রুত গতিতে চালাচ্ছিলেন বাইক, গার্ডওয়ালে ধাক্কা মেরে মৃত ১, আশঙ্কাজনক ২
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement