আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, ফালাকাটায় ইউএসজি চালু হওয়ায় বিস্তীর্ণ এলাকার মানুষ এই পরিষেবা পাবেন। সপ্তাহে রোজ ৩ দিন করে এখানে ইউএসজি করা হবে। এর জন্য একজন রেডিওলজিস্ট নিয়োগ করা হয়েছে। ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে জানা যায়,সপ্তাহে ৩ দিন ইউএসজি করা হবে। নির্দিষ্ট দিনে ৩০ থেকে ৪০ জনকে ইউএসজি করা হবে।
advertisement
আরও পড়ুনঃ ফের পোরো এলাকায় পথ দুর্ঘটনা! আশঙ্কাজনক এক
পুজোর পর হাসপাতালে আরও বেশকিছু পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৬ সালে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হয়। কিন্তু এখনও পর্যন্ত এখানে সব ধরনের পরিষেবা মেলেনা বলে অভিযোগ। এর অন্যতম কারণ অবশ্য চিকিৎসক সংকট, টেকনিশিয়ানের অভাব। ফলে এখনও পর্যন্ত অনেক পরিষেবা চালুর পরেও বন্ধ হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ স্কুলের মাঠে চলছে অসামাজিক কাজ! অতিষ্ঠ পড়ুয়া ও শিক্ষকেরা, নির্বিকার প্রশাসন
যদিও সম্প্রতি সুপার স্পেশালিটি হাসপাতালে ২৪ ঘণ্টা অপারেশন পরিষেবা, চক্ষু অপারেশন সহ রক্তের একাধিক পরীক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। এবার ইউএসজি পরিষেবাও চালু হল হাসপাতালে।ফালাকাটা গ্রামীণ হাসপাতালের পিছনেই জায়গাতেই তৈরি হয়েছে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। শুধু ফালাকাটা ব্লক নয়, বর্তমানে এই হাসপাতালের বহির্বিভাগের উপর নির্ভর করেন কোচবিহার জেলার মাথাভাঙা ব্লকের বড় শৌলমারি, ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত ও আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের হাজার হাজার মানুষ।
Annanya Dey