TRENDING:

Alipurduar: কালচিনিতে অভিযান চালিয়ে আটক দুটি বালি বোঝাই ট্রাক

Last Updated:

অভিযান চালিয়ে বালি বোঝাই দুটি ট্রাক আটক করল কালচিনি থানার পুলিশ।জানা যায় শুক্রবার কালচিনি ব্লকের লতাবাড়ি এলাকা থেকে দুটি বালি বোঝাই ট্রাক আটক হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : অভিযান চালিয়ে বালি বোঝাই দুটি ট্রাক আটক করল কালচিনি থানার পুলিশ।জানা যায় শুক্রবার কালচিনি ব্লকের লতাবাড়ি এলাকা থেকে দুটি বালি বোঝাই ট্রাক আটক হয়েছে। পুলিশ সূত্রে খবর ট্রাক চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাই তাদের গাড়ি আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব‍্যবস্থা নেওয়া হবে। সম্ভবত গাড়ি দুটি বাসরা নদী থেকে বালি বোঝাই করে যাচ্ছিল। গত মে মাসে নদীর বুক থেকে সম্পূর্ণ অবৈধ ভাবে আর্থ মুভারের সাহায্যে বালি-পাথর উত্তোলন রুখে দিয়েছিল স্থানীয় জনতারা। ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকার কালজানি নদীতে। জনতার তাড়া খেয়ে শেষ পর্যন্ত ময়দান ছাড়তে বাধ্য হয় আইনভঙ্গকারীরা।
advertisement

জেলা পুলিশের তৎপরতায় বাজেয়াপ্ত করা হয় একটি আর্থ মুভার। গত ১৯ মে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনার কাছে এই ভাবে বালি-পাথর উত্তোলনের প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ করেছিলেন উত্তর মেন্দাবাড়ির বাসিন্দারা। অভিযোগ ছিল, তার পরও দিনেরাতে কালজানি নদীর বুক চিরে কিলোমিটারের পর কিলোমিটার এলাকায় চলছিল আর্থ মুভারের সাহায্যে বালি-পাথর উত্তোলন। ওই অবৈধ কারবার রুখতে এককাট্টা হন এলাকার মানুষ। তাদের মিলিত প্রতিবাদই এলাকাছাড়া করেন ওই অবৈধ বালি কারবারিদের। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বাজেয়াপ্ত করে একটি আর্থ মুভার।

advertisement

আরও পড়ুনঃ মহাকাল ধাম যেতে ভরসা থার্মোকলের ভেলা! সমস্যায় মানুষ

১৯৯৩ সালের ভয়াল বন্যার স্মৃতি এখনও কালচিনি ব্লকবাসীর কাছে টাটকা। চোখের নিমেষে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল গোটা গ্রামটা। বেশ কিছুদিন ধরে যে ভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আর্থ মুভার দিয়ে নদীর বুকে গর্ত করা হচ্ছিল তাতে ফের বানভাসি হওয়াটা শুধুই সময়ের অপেক্ষা বলে জানায় মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত। যার প্রভাব থেকে মুক্তি পাবে না জেলা শহর আলিপুরদুয়ারও। স্বাভাবিক কারণেই অস্তিত্বের সঙ্কটে পড়ে প্রতিবাদের পথ নিয়েছেন সাধারণ মানুষ বলে জানা যায় মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত সূত্রে। ফের অবৈধভাবে নদী থেকে বালি পাথর তোলার অভিযোগ ওঠে কুমারগ্রাম থেকে। জেসিবি লাগিয়ে করা হচ্ছিল অবৈধভাবে বালি পাথর তোলার কাজ।

advertisement

View More

আরও পড়ুনঃ মর্মান্তিক! কালচিনিতে গরু চড়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু বৃদ্ধের

মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাঁও । বর্ষার সময়ে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে নদী থেকে বালি পাথর তোলা নিষিদ্ধ ৷ তা সত্ত্বেও কীভাবে বালি পাথর তোলা হচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন । গ্রিন ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা সত্ত্বেও সংকোশ নদী থেকে বালি পাথর তোলার ভিডিও প্রকাশ্যে এসেছে । ভিডিওতে দেখা গিয়েছিল, আট-দশটি জেসিবি নদী থেকে বালি পাথর তোলার কাজ করছে । নদীর পাশে বালি পাথর তুলে স্তুপ করে রাখা হয়েছিল । সেখান থেকেই কোচবিহারে ও বাংলাদেশে বালি পাচার হচ্ছে বলে বিধায়কের অভিযোগ ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: কালচিনিতে অভিযান চালিয়ে আটক দুটি বালি বোঝাই ট্রাক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল