Alipurduar: মর্মান্তিক! কালচিনিতে গরু চড়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু বৃদ্ধের
- Published by:Ananya Chakraborty
Last Updated:
কালচিনি ব্লকের নিমতি এলাকায় কালজানি নদী থেকে শুক্রবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠালো পুলিশ।
#আলিপুরদুয়ার : কালচিনি ব্লকের নিমতি এলাকায় কালজানি নদী থেকে শুক্রবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠালো পুলিশ। মৃতের আত্মীয় সূত্রে জানা যায়,কালজানি নদীতে ভেসে যায় এক ৫৬ বছরের ব্যক্তি। গতকাল কালজানি নদী সংলগ্ন এলাকায় গরু চড়াতে গিয়েছিল নিমতি বালুডাঙ্গা এলাকার বাসিন্দা কুমার ছেত্রি । গরু চড়িয়ে গতকাল বিকেলে ঘরে ফেরার সময় কালজানি নদীতে ভেসে যায় কুমার ছেত্রি বলে অনুমান পরিবারের। অনেক খোঁজাখুঁজি করার পর তার সন্ধান পাওয়া যায়নি গতকাল। শুক্রবার গ্ৰামবাসীরা কালজানি নদীতে মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। কালচিনি পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।
শোকে পাথর পরিবারের সকলে। সম্প্রতি আলিপুরদুয়ারের ফালাকাটায় জলে ডুবে মৃত্যু হয় এক শিশু কন্যার। ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের পূর্ব দেওগাঁওয়ে। মৃত ওই শিশুকন্যার নাম লক্ষ্মী ওরাওঁ ,বয়স দেড় বছর।পরিবার সূত্রে জানা যায় লক্ষ্মীর মা সুশীলা ওরাওঁ মেয়েকে বাড়িতে রেখে জমিতে কাজ করতে গিয়েছিলেন। কাজ থেকে ফিরে লক্ষ্মীকে খুঁজতে গিয়ে তার দাদু বাড়ির পাশে একটি পুকুরে ডুবন্ত অবস্থায় দেখতে পান।
advertisement
আরও পড়ুনঃ মহাকাল ধাম যেতে ভরসা থার্মোকলের ভেলা! সমস্যায় মানুষ
এরপর তাকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ারে পাঠানো হয়েছে বলে খবর।ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছ পুলিশ।ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক! কালচিনিতে গরু চড়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু বৃদ্ধের
এদিকে গতবছর জলে ডুবে মৃত্যু হল এক কৃষকের। আলিপুরদুয়ার-১ ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের সিরুবাড়িতে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম বীরেন বর্মন (৪৮)। পেশায় কৃষক বীরেন বর্মন বিকেলে বাড়ির পাশেই একটি পুকুরে পাটের জাঁক দিচ্ছিলেন। তখন তিনি আচমকা পা পিছলে জলে তলিয়ে যান। প্রায় এক ঘণ্টা পর স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় ওই পুকুর থেকে বীরেনের দেহ উদ্ধার হয়। পরে সোনাপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।
advertisement
Annanya Dey
Location :
First Published :
September 09, 2022 8:01 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: মর্মান্তিক! কালচিনিতে গরু চড়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু বৃদ্ধের