মঙ্গলবার মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল আলিপুরদুয়ারের শামুকতলা রাজ্য সড়কের তালেশ্বরগুড়ি চৌপথি এলাকায়। অটোচালকের দায়িত্ব জ্ঞানহীন ড্রাইভিং-এর বলি হল দু'জন। মৃতদের নাম মদন সূত্রধর ও মদন পণ্ডিত।
মঙ্গলবার বেলা দু'টো নাগাদ এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাইকের সঙ্গে অটোটার মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রী বোঝাই অটো শামুকতলা থেকে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল। আর বাইকটি শামুকতলার দিকে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। কিন্তু এই দুর্ঘটনার পরই অটো ছেড়ে পালিয়ে যায় চালক ও যাত্রীরা।
advertisement
আরও পড়ুন: ফারাক্কায় এনটিপিসি-র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের অস্বাভাবিক মৃত্যু
স্থানীয়রা গুরুতর জখম বাইকচালক মদন সূত্রধরকে যশোডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত মদন পণ্ডিতকে যশোডাঙা গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। কিন্তু নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে এসে অটো এবং বাইকটিকে উদ্ধার করে শামুকতলা থানায় নিয়ে যায়। জানা গিয়েছে, মৃতদের বাড়ি কোচবিহারের টাটের কুঠী ও বাকলা মহিষ কুচি এই দুই এলাকায়। শামুকতলা থানার পুলিশের পক্ষ থেকে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে পরিজনরা যশোডাঙা গ্রামীণ হাসপাতালে আসেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাইকচালক ও আরোহীর মাথায় হেলমেট ছিল না।
অনন্যা দে