বুধবার সকালে হঠাৎ খবর পাওয়া যায়, জলদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে তিনটি বাইসন পূর্ব কামসিং ও উত্তর কামসিং গ্ৰামে ঢুকে পড়েছে। সকালবেলায় চাষের জমিতে কিছু একটা দৌড়ে যাওয়ার আওয়াজ পায় গ্রামবাসীরা। একটু সন্ধান করতেই তাঁরা দেখতে পান দূরে ছোটাছুটি করে বেড়াচ্ছে তিনটি বাইসন। খবর দেওয়া হয় বনকর্মীদের। তাঁরা এসে পৌঁছনোর আগেই আলুর, সরষে, ভুট্টা খেতে হানা দিয়ে ফসল নষ্ট করে ওই বাইসন তিনটি।
advertisement
আরও পডুন: পরীক্ষায় টুকলির অধিকার চেয়ে রানিনগরে তাণ্ডব কলেজ ছাত্রদের! হল ইটবৃষ্টি
এরপরই বাইসনগুলিকে ধরার জন্য চেষ্টা শুরু করেন বনকর্মীরা। এখনো পর্যন্ত এলাকায় আছেন বন দফতরের চিলাপাতা রেঞ্জের কর্মীরা। তবে গ্রামের উৎসাহী মানুষের ভিড় বাইসনগুলিকে কব্জায় আনার কাজে ব্যাঘাত সৃষ্টি করছে। দরকারে কাজে লাগতে পারে ভেবে ট্রাঙ্কুলাইজ মেশিনও আনা হয়েছে। নিরাপত্তার জন্য উৎসাহী জনতাকে দূরে থাকার অনুরোধ করেন বনকর্মীরা।
অনন্যা দে