কালচিনি ব্লকে বাড়ছে চুরির ঘটনা। সোমবার সাতসকালে হাসিমারার একটি লটারির দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সকালে দোকানের মালিক এসে দেখেন দোকানের দরজা ভাঙা অবস্থায় রয়েছে।হাসিমারা ফাঁড়ির নাকের ডগায় চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। জানা যায়, হাসিমারা চৌপথি এলাকায় লটারির দোকানটি রয়েছে। লটারির পাশাপাশি পান,বিভিন্ন ধরনের খাবার বিক্রি করেন দোকানের মালিক। সোমবার সকালে হাসিমারা চৌপথি এলাকায় মিঠুন দে-র দোকানের দরজা ভাঙ্গা ,তালা ভাঙ্গা দেখতে পায় এলাকার বাসিন্দারা।
advertisement
আরও পড়ুনঃ ঝর্না ঝোরার জলে ভেসে গেল ঝর্না বস্তির রাস্তা! বিপাকে এলাকাবাসী
এরপর তারা খবর দেন দোকানের মালিককে। ঘটনাস্থলে দোকানের মালিক ও তার পরিবারের সদস্যরা এসে দেখতে পান দোকানের জিনিসপত্র, নগদ টাকা সবকিছু চুরি গিয়েছে। খবর দেওয়া হয় হাসিমারা পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে হাসিমারা ফাঁড়ির পুলিশ পৌছে।দোকানটি খতিয়ে দেখেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায়। দোকান মালিক মিঠুন দে জানান নগদ পাঁচ হাজার টাকা, পান মশলা, ২০ হাছার টাকার লটারি চুরি হয়েছে।
আরও পড়ুনঃ বকেয়া বেতনের দাবিতে কালচিনি চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ
ক্ষতি বিশাল রকমের হয়েছে। এই দোকান তার সম্বল। এখন দোকানের ক্ষয়ক্ষতি কিভাবে মিটবে সেবিষয়ে চিন্তার কালো মেঘ জমেছে তার মাথায়। এলাকাবাসীদের মতে একাজ নেশায় আসক্তদের। হাসিমারা চৌপথি এলাকায় রাত বাড়লেই দৌরাত্ম্য বাড়ে সমাজবিরোধীদের বলে অভিযোগ।রাতে রাস্তায় বেরনো যায় না বলে এলাকাবাসীরা জানান। অভিযোগ জানানো হয়েছে গ্রাম পঞ্চায়েত ও পুলিশ ফাঁড়িতে। তারপরেও দৌরাত্ম্য কমেনি সমাজ বিরোধীদের। এদিকে সাসিমারা চৌপথি এলাকায় রয়েছে প্রচুর দোকান। একটু এগোলেই বসে হাসিমারা বাজার। এলাকাবাসীরা আতঙ্কেই থাকতেন কবে চুরির ঘটনা ঘটে যায়।
Annanya Dey