TRENDING:

Water of Bhutan: ভুটানের জল প্রবেশ করে ক্ষতিগ্রস্ত চুয়াপাড়া চা বাগান ও মেচপাড়া চা বাগান

Last Updated:

ভুটান পাহাড়ের বৃষ্টি ও এলাকায় বৃষ্টির ফলে জল ঢুকতে শুরু করেছে এলাকায়। ইতিমধ‍্যে পানা নদী ফুলে ফেঁপে উঠেছে। অচিরেই জল মগ্ন হতে পারে গোটা এলাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ভুটানে ও আলিপুরদুয়ারে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। যার ফলে জল ঢুকতে শুরু করেছে এলাকায়। ইতিমধ‍্যে পানা নদী ফুলে ফেঁপে উঠেছে। আলিপুরদুয়ার জেলার চুয়াপাড়া এলাকায় পানা নদীর জল প্রবেশ করতে শুরু করেছে। চুয়াপাড়া চা বাগান ও মেচপাড়া চা বাগান এলাকায় ঢুকে গিয়েছে জল। ইতিমধ‍্যে চুয়াপাড়া চা বাগানের আট নং এলাকায় প্রবেশ করতে শুরু করেছে জল। ভয়ে রয়েছে এলাকার বাসিন্দারা।
advertisement

জানা গিয়েছে চুয়াপাড়া এয়ারফিল্ড এলাকা জলমগ্ন। কোমর সমান জল দাঁড়িয়েছে এই এলাকায়। ক্ষতি হয়েছে চুয়াপাড়া চা বাগান এলাকার প্রচুর চা গাছের। এই পানা নদীর বাঁধ গত বছর ভেঙ্গে গিয়েছিল। সেই ভাঙ্গা অংশ দিয়ে জল প্রবেশ করছে চুয়াপাড়া ও মেচপাড়া চা বাগানে।

আরও পড়ুন ঃ ডিমার জল ঢুকে প্লাবিত এলাকা, যাতায়াত চলছে নৌকা দিয়ে

advertisement

শ্রমিকদের কথায়, এখনও ভুটানের পাহাড়ের জল শ্রমিক মহল্লায় প্রবেশ করেনি। তবে শ্রমিকদের আশঙ্কা এভাবে চলতে থাকলে চুয়াপাড়া ও মেচপাড়া চা বাগানের বিস্তর এলাকা জলমগ্ন হয়ে পড়বে। বিপর্যস্ত হবে এলাকার জনজীবন।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Water of Bhutan: ভুটানের জল প্রবেশ করে ক্ষতিগ্রস্ত চুয়াপাড়া চা বাগান ও মেচপাড়া চা বাগান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল