জানা গিয়েছে চুয়াপাড়া এয়ারফিল্ড এলাকা জলমগ্ন। কোমর সমান জল দাঁড়িয়েছে এই এলাকায়। ক্ষতি হয়েছে চুয়াপাড়া চা বাগান এলাকার প্রচুর চা গাছের। এই পানা নদীর বাঁধ গত বছর ভেঙ্গে গিয়েছিল। সেই ভাঙ্গা অংশ দিয়ে জল প্রবেশ করছে চুয়াপাড়া ও মেচপাড়া চা বাগানে।
আরও পড়ুন ঃ ডিমার জল ঢুকে প্লাবিত এলাকা, যাতায়াত চলছে নৌকা দিয়ে
advertisement
শ্রমিকদের কথায়, এখনও ভুটানের পাহাড়ের জল শ্রমিক মহল্লায় প্রবেশ করেনি। তবে শ্রমিকদের আশঙ্কা এভাবে চলতে থাকলে চুয়াপাড়া ও মেচপাড়া চা বাগানের বিস্তর এলাকা জলমগ্ন হয়ে পড়বে। বিপর্যস্ত হবে এলাকার জনজীবন।
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
June 23, 2023 7:04 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Water of Bhutan: ভুটানের জল প্রবেশ করে ক্ষতিগ্রস্ত চুয়াপাড়া চা বাগান ও মেচপাড়া চা বাগান