Flood: ডিমার জল ঢুকে প্লাবিত এলাকা, যাতায়াত চলছে নৌকা দিয়ে

Last Updated:

ডিমা নদীর জল বেড়ে সমস্যায় রয়েছেন আলিপুরদুয়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকার শতাধিক নাগরিক। এই অবস্থায় এক স্থান থেকে অন‍্য স্থানে যেতে ভরসা নৌকা।

+
title=

আলিপুরদুয়ার: জলে ডুবে রয়েছে এলাকা। এই অবস্থায় এক স্থান থেকে অন‍্য স্থানে যেতে ভরসা নৌকা। আলিপুরদুয়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের পরিস্থিতি এমনই। ডিমা নদীর জল প্রবেশ করে এলাকা প্লাবিত হয়েছে।কোমর সমান জল এলাকায়। প্রতিটি ঘরে জল প্রবেশ করে কাজকর্মে বাধা সৃষ্টি করেছে। ঘরের কাজ বন্ধ করলেও বাইরের কাজ তো আর বন্ধ করা যায় না। তাই জল পেরিয়ে চলাচল করতেই হচ্ছে। সঙ্গে রাখতে হচ্ছে আলাদা জামাকাপড়।
জানা যায়, কয়েকদিন লাগাতার বৃষ্টিপাতে নাজেহাল সমগ্র ডুয়ার্স। বিভিন্ন নদীগুলির জলের স্তর বেড়েছে। তবে এখনও কোনও নদীতে হলুদ সংকেত জারি করেনি প্রশাসন। এদিকে লাগাতার বৃষ্টিতে জল মগ্ন রয়েছে আলিপুরদুয়ার পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। প্রায় নিয়মিত বিভিন্ন ওয়ার্ডের জলের পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।
advertisement
advertisement
কিন্তু নদী লাগোয়া হওয়ায় ডিমা নদীর জল বেড়ে সমস্যায় রয়েছেন ৮ নম্বর ওয়ার্ড এলাকার শতাধিক নাগরিক। এলাকার বাসিন্দারা জানান এই সমস‍্যা প্রতিবছরের। এলাকায় জল নিকাশি ব‍্যবস্থা ঠিক সহ ডিমা নদীতে বাঁধের বিষয়ে প্রশাসনকে জানিয়ে আসছি। লাভ আর কিছুই হচ্ছে না। জল জমলে প্রশাসনের আধিকারিকরা আসেন। নয়ত আসেন না।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Flood: ডিমার জল ঢুকে প্লাবিত এলাকা, যাতায়াত চলছে নৌকা দিয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement