আরও পড়ুন: জঙ্গল থেকে রাতের অন্ধকারে এসে দোকানের দরজা ভেঙে কেক-পাঁউরুটি খেয়ে চম্পট দিল ওরা!
কলকাতার চেম্বার্স অফ কমার্সে উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের বোনাস নির্ধারণ নিয়ে বৈঠক হচ্ছে। এই নিয়ে চতুর্থবার মালিকপক্ষের মুখোমুখি হল শ্রমিক সংগঠনগুলি। কিন্তু পুজো এগিয়ে এলেও চতুর্থ বৈঠকেও সমাধান সূত্র বেরোল না, যা নিয়ে আশঙ্কিত চা বাগান শ্রমিকরা।
advertisement
বৈঠকে মালিকপক্ষ ১৫ শতাংশ বোনাস দেওয়ার কথা জানায়। কিন্তু সব শ্রমিক সংগঠন ২০ শতাংশ বোনাসের দাবিতে অনড় থাকে। শেষ পর্যন্ত বৈঠক ভেস্তে যায়। আগামী ১০ অক্টোবর ফের বৈঠক হওয়ার কথা। বারবার বোনাস বৈঠক ভেস্তে যাওয়া প্রসঙ্গে আলিপুরদুয়ারের চা শ্রমিক নেতা বীরেন্দ্র ওরাঁও বলেন, মালিকপক্ষকে ২০ শতাংশ বোনাসই দিতে হবে। আগামী ১০ অক্টোবর পুনরায় বৈঠক আছে। সেদিন দাবি না মানলে লাগাতার আন্দোলন শুরু হবে।
শ্রমিক নেতা রাজেশ বার্লা বলেন, এই নিয়ে চারবার বৈঠক হল। প্রথম বৈঠকে মালিকপক্ষ ৮.৩৩ শতাংশ, দ্বিতীয় বৈঠকে ৮.৫০ শতাংশ আর চতুর্থ বৈঠকে বেড়ে ১৫ শতাংশ বোনাসের কথা বলেছে। কিন্তু ২০ শতাংশ বোনাস না দিলে আমরা রাজি হব না।
জয়েন্ট ফোরামের নেতা বিকাশ মাহালি বলেন, আমারা ২০ শতাংশ বোনাসের দাবিতেই অনড় আছি। মালিকপক্ষ এই দাবি মানছে না দেখে আমরা বৈঠক ওয়াকআউট করেছি। সারাবছর কিছু চাই না আমরা।পুজোর সময় ন্যায্য বোনাস চাই।
অনন্যা দে