TRENDING:

Alipurduar News: সাইকেলে কেদারনাথ ঘুরতে গিয়ে বদলে গেল মন, বাড়ি ফিরে শুধুই গাছ লাগাচ্ছেন সুশান্ত

Last Updated:

৭২ দিন সাইকেল চালিয়ে আলিপুরদুয়ার থেকে কেদারনাথ ভ্রমণ সেরে বাড়ি ফিরে এসেছেন সুশান্ত দেবনাথ। এরপরই তিনি বৃক্ষ রোপনে মন দিয়েছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: সাইকেল চালিয়ে কেদারনাথ ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসেই বাড়ির সর্বত্র গাছের চারা সর্বত্র রোপণ শুরু করেছেন সুশান্ত দেবনাথ। ৭২ দিন আগে বাড়ি থেকে কেদারনাথ ধামে যাওয়ার উদ্দেশ্য সাইকেলে চেপে বের হয়েছিলেন সুশান্ত। ঠিক ৭২ দিন আগে সুশান্তর বন্ধু-বান্ধব তাঁকে আলিপুরদুয়ার জেলা শহর পর্যন্ত পৌঁছে দিয়েছিল।
advertisement

আরও পড়ুন: তান্ত্রিক বলভদ্রের ৫০০ বছরের কালীপুজো আজও হয়ে চলেছে

আলিপুরদুয়ার-২ ব্লকের শামুকতলা গ্রাম পঞ্চায়েতের বড়পুকুরিয়া এলাকার যুবক সুশান্ত। কিছুটা জোর করেই পরিবারের অমতে গিয়ে তিনি সাইকেল নিয়ে কেদারনাথ গিয়েছিলেন। এমনকি পুলিশও পরিস্থিতির গুরুত্ব বুঝে এই যাত্রার অনুমতি দেয়নি তাঁকে। যদিও শেষ পর্যন্ত ছেলের ছেলের কাছে হার মেনে সুশান্তকে যাওয়ার অনুমতি দেন বাবা। নিজে গিয়েই পুলিশের কাছ থেকে কেদারনাথ যাওয়ার অনুমতি নিয়ে আসেন। এরপরই শুরু হয় যাত্রা। ‌

advertisement

View More

৭২ দিন পর কেদারনাথ ভ্রমণ শেষে বাড়ি ফেরেন সুশান্ত দেবনাথ। ‌বাড়ি ফিরে আসার পর তাকে তাঁর পরিবারের সদস্যরা বরণ করে ঘরে তুলে নেন। সেসময় উপস্থিত ছিলেন তাঁর বন্ধুরাও। শামুকতলার পরিবেশপ্রেমী হিসেবে বেশ পরিচিত সুমিত দেবনাথ। এরপরই তাঁর সঙ্গে হাতে মিলিয়ে বৃক্ষরোপণ শুরু করেন সুশান্ত। আলিপুরদুয়ার শামুকতলা রাজ্য সড়কের তালেশ্বরগুড়ি সংলগ্ন এলাকায় চলে সবুজের অভিযান। সুশান্ত জানান, মনে জোর থাকলে অসম্ভব কিছুই নয়। মনকে সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন‍্য প্রস্তুত করতে হবে। তিনি আরও বলেন, কেদারনাথ গিয়ে প্রকৃতিতে সবুজের গুরুত্ব বুঝতে পেড়েছি। তাই ফিরেই গাছের চারা রোপণ করছি। এদিকে ঘরের ছেলেকে এতদিন পর পেয়ে উচ্ছসিত তাঁর মা-বাবা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাগরে বসেই মিলবে টাটকা মাল! কেক, প্যাটিস আনতে আর দৌড় নয়
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: সাইকেলে কেদারনাথ ঘুরতে গিয়ে বদলে গেল মন, বাড়ি ফিরে শুধুই গাছ লাগাচ্ছেন সুশান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল