আরও পড়ুন: তান্ত্রিক বলভদ্রের ৫০০ বছরের কালীপুজো আজও হয়ে চলেছে
আলিপুরদুয়ার-২ ব্লকের শামুকতলা গ্রাম পঞ্চায়েতের বড়পুকুরিয়া এলাকার যুবক সুশান্ত। কিছুটা জোর করেই পরিবারের অমতে গিয়ে তিনি সাইকেল নিয়ে কেদারনাথ গিয়েছিলেন। এমনকি পুলিশও পরিস্থিতির গুরুত্ব বুঝে এই যাত্রার অনুমতি দেয়নি তাঁকে। যদিও শেষ পর্যন্ত ছেলের ছেলের কাছে হার মেনে সুশান্তকে যাওয়ার অনুমতি দেন বাবা। নিজে গিয়েই পুলিশের কাছ থেকে কেদারনাথ যাওয়ার অনুমতি নিয়ে আসেন। এরপরই শুরু হয় যাত্রা।
advertisement
৭২ দিন পর কেদারনাথ ভ্রমণ শেষে বাড়ি ফেরেন সুশান্ত দেবনাথ। বাড়ি ফিরে আসার পর তাকে তাঁর পরিবারের সদস্যরা বরণ করে ঘরে তুলে নেন। সেসময় উপস্থিত ছিলেন তাঁর বন্ধুরাও। শামুকতলার পরিবেশপ্রেমী হিসেবে বেশ পরিচিত সুমিত দেবনাথ। এরপরই তাঁর সঙ্গে হাতে মিলিয়ে বৃক্ষরোপণ শুরু করেন সুশান্ত। আলিপুরদুয়ার শামুকতলা রাজ্য সড়কের তালেশ্বরগুড়ি সংলগ্ন এলাকায় চলে সবুজের অভিযান। সুশান্ত জানান, মনে জোর থাকলে অসম্ভব কিছুই নয়। মনকে সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত করতে হবে। তিনি আরও বলেন, কেদারনাথ গিয়ে প্রকৃতিতে সবুজের গুরুত্ব বুঝতে পেড়েছি। তাই ফিরেই গাছের চারা রোপণ করছি। এদিকে ঘরের ছেলেকে এতদিন পর পেয়ে উচ্ছসিত তাঁর মা-বাবা।
অনন্যা দে