TRENDING:

Alipurduar News: আচমকা লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে হাজির জেলাশাসক

Last Updated:

জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা প্রথমেই চলে যান রোগীদের কাছে। তাঁরা সঠিক পরিষেবা পাচ্ছেন কি না তা জিঞ্জেস করেন। এরপর রোগীর পরিজনদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন। জানতে পারেন স্বাস্থ‍্যকর্মীর অভাবে কিছু সময় হাসপাতালে পরিষেবা বিঘ্নিত হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: গ্রামীণ হাসপাতালের চিকিৎসক এবং বিএমওএইচ যে যার নিজের কাজ করছিলেন। হটাৎই দেখতে পেলেন হাসপাতালে প্রবেশ করছে জেলাশাসকের গাড়ি। আগাম কোনও খবর না থাকায় জেলাশাসককে দেখে অবাক হয়ে যান লতাবাড়ি গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। মনের মধ্যে কিছুটা আশঙ্কাও তৈরি হয়, তবে কী কোথাও কোন ভুল হয়ে গেল?
advertisement

গ্রামীণ হাসপাতালে ঢুকে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা প্রথমেই চলে যান রোগীদের কাছে। তাঁরা সঠিক পরিষেবা পাচ্ছেন কি না তা জিঞ্জেস করেন। এরপর রোগীর পরিজনদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন। জানতে পারেন স্বাস্থ‍্যকর্মীর অভাবে কিছু সময় হাসপাতালে পরিষেবা বিঘ্নিত হয়। এরপর চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন সুরেন্দ্র কুমার মিনা।

advertisement

আরও পড়ুন: জলের সমস্যায় রান্না হয় না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে! ক্ষোভে সেন্টারে তালা ঝুলিয়েছে গ্রামের মানুষ

বহির্বিভাগে রোগীরা কেমন পরিষেবা পাচ্ছেন সেই বিষয়টি খতিয়ে দেখেন জেলাশাসক। এরপর বিএমওএইচ সুভাষ কর্মকারকে সঙ্গে নিয়ে এই গ্রামীণ হাসপাতালের পেছনে নির্মাণরত কোভিড হাসপাতালটি পরিদর্শন করেন তিনি।

View More

পর্যাপ্ত স্বাস্থ্যকর্মীর অভাব প্রসঙ্গে জেলাশাসক বলেন,বিএমওএইচ এর সঙ্গে কথা বলে এই সমস‍্যার সমাধান করা হবে। নতুন স্বাস্থ্যকর্মী আনা হবে এই হাসপাতালে। জেলাশাসকের আচমকা হাসপাতাল পরিদর্শন প্রসঙ্গে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ সুভাষ কর্মকার বলেন, জেলাশাসক হঠাৎ চলে আসবেন বুঝতে পারেননি। হাসপাতালের প্রতিটি প্রান্ত খুঁটিয়ে দেখে জেলাশাসক সন্তোষ প্রকাশ করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: আচমকা লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে হাজির জেলাশাসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল