গ্রামীণ হাসপাতালে ঢুকে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা প্রথমেই চলে যান রোগীদের কাছে। তাঁরা সঠিক পরিষেবা পাচ্ছেন কি না তা জিঞ্জেস করেন। এরপর রোগীর পরিজনদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন। জানতে পারেন স্বাস্থ্যকর্মীর অভাবে কিছু সময় হাসপাতালে পরিষেবা বিঘ্নিত হয়। এরপর চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন সুরেন্দ্র কুমার মিনা।
advertisement
আরও পড়ুন: জলের সমস্যায় রান্না হয় না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে! ক্ষোভে সেন্টারে তালা ঝুলিয়েছে গ্রামের মানুষ
বহির্বিভাগে রোগীরা কেমন পরিষেবা পাচ্ছেন সেই বিষয়টি খতিয়ে দেখেন জেলাশাসক। এরপর বিএমওএইচ সুভাষ কর্মকারকে সঙ্গে নিয়ে এই গ্রামীণ হাসপাতালের পেছনে নির্মাণরত কোভিড হাসপাতালটি পরিদর্শন করেন তিনি।
পর্যাপ্ত স্বাস্থ্যকর্মীর অভাব প্রসঙ্গে জেলাশাসক বলেন,বিএমওএইচ এর সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করা হবে। নতুন স্বাস্থ্যকর্মী আনা হবে এই হাসপাতালে। জেলাশাসকের আচমকা হাসপাতাল পরিদর্শন প্রসঙ্গে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ সুভাষ কর্মকার বলেন, জেলাশাসক হঠাৎ চলে আসবেন বুঝতে পারেননি। হাসপাতালের প্রতিটি প্রান্ত খুঁটিয়ে দেখে জেলাশাসক সন্তোষ প্রকাশ করেছেন।
অনন্যা দে