TRENDING:

Alipurduar News: কিডনির সঙ্গে সংযোগ নেই মূত্রনালির! আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সফল জটিল অপারেশন

Last Updated:

পরিকাঠামো ছাড়াই জটিল অপারেশন করে তাক লাগিয়ে দিলেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসকরা। ফলে প্রাণে বাঁচলেন রোগী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই কিডনির জটিল অস্ত্রোপচার সফলভাবে হল আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। যা কার্যত নজির। কারণ এই ধরনের জেলা হাসপাতালে এমন জটিল অস্ত্রোপচারের পরিকাঠামো থাকে না। তা সত্ত্বেও স্রেফ ইচ্ছা শক্তির জোরে অসাধ্য সাধন করলেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা। এর জন্য তাঁরা নিজেদের প্রচেষ্টাতেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে অস্থায়ী বিশেষ পরিকাঠামো গড়ে তুলেছিলেন। যার ফলশ্রুতিতে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন সাফিনা বিবি। জন্ম থেকেই তাঁর কিডনির সঙ্গে মূত্রথলির সংযোগকারী টিউব বা নালি অকেজো ছিল।
advertisement

দিন দশেক আগে কোচবিহারের বাসিন্দা আশরফ আলির স্ত্রী সাফিনা বিবি পেটের ডানদিকে প্রবল যন্ত্রণা নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ইউরো সার্জেন ডাঃ পবিত্র রায়ের কাছে আসেন। আগেও বহু সরকারি ও বেসরকারি হাসপাতালের ডাক্তারকে দেখিয়েছিলেন। কিন্তু কোনও ফল হয়নি। পুরনো সব রিপোর্ট চিকিৎসক পবিত্র রায়কে দেখানো হয়। তিনি ওই রোগীকে পরীক্ষা করে চমকে ওঠেন৷ জানা যায়, জন্ম থেকেই সাফিনা বিবির ডানদিকের কিডনির সঙ্গে মুত্রথলির সংযোগকারী টিউবটি অকেজো৷ ফলে ডানদিকের কিডনিতে উৎপাদিত মূত্র ঠিক করে নিঃসরণ হতে পারত না। জন্ম থেকেই এইভাবে চলতে চলতে ওই রোগীর ডানদিকের কিডনিতে প্রচুর পাথরও হয়ে যায়৷ তাকে বাঁচাতে হলে দ্রুত অস্ত্রোপচারের দরকার ছিল। কিন্তু আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এই ধরনের ইউরো সার্জারি করার মত পরিকাঠামো নেই। সাধারণত মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালগুলোতে এই ধরনের জটিল অপারেশনের ব্যবস্থা থাকে। কিন্তু আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসকরা হাল ছাড়েননি।

advertisement

আরও পড়ুন: উত্তরবঙ্গকে কাছে আনবে ১১৬-এ জাতীয় সড়ক, মুর্শিদাবাদে জোর কদমে চলছে সম্প্রসারণের কাজ

চিকিৎসকরা আলিপুরদুয়ার জেলা হাসপাতালের অপারেশন থিয়েটারেই অস্থায়ীভাবে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে সাফিনা বিবির অস্ত্রোপচার করেন। চিকিৎসক পবিত্র রায়ের নেতৃত্বে জেলা হাসপাতালের চিকিৎসকরা সফলভাবে সাফিনা বিবির ডান কিডনির সঙ্গে মুত্রনালির টিউব সংযুক্ত করে দেন। এর ফলে আট দিন পর থেকে ওই রোগীর দুটো কিডনি‌ই সমানভাবে কাজ করছে ৷ মূত্রত্যাগেও আর কোনও সমস্যা হচ্ছে না৷

advertisement

View More

পরিকাঠামো না থাকা সত্বেও চিকিৎসকদের এই হার না মানা মনোভাবকে স্যালুট জানিয়েছে সকলে। অনেকের মতে, যে সমস্ত সরকারি হাসপাতাল কথায় কথায় রেফার করে তারা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
সাবলম্বী হওয়ার প্রবল ইচ্ছাকে কাজে লাগিয়ে এই গৃহলক্ষ্মী আজ সফল মৃৎশিল্পী
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কিডনির সঙ্গে সংযোগ নেই মূত্রনালির! আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সফল জটিল অপারেশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল