Murshidabad NH: উত্তরবঙ্গকে কাছে আনবে ১১৬-এ জাতীয় সড়ক, মুর্শিদাবাদে জোর কদমে চলছে সম্প্রসারণের কাজ
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
১১৬-এ জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে মুর্শিদাবাদে। জমিজট এড়াতে আগে থেকেই তৎপর প্রশাসন। জমির দাতাদের নিয়ে বিশেষ শিবির করছে ভূমি ও ভূমি সংস্কারক দফতর
#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের ওপর দিয়ে যাবে ১১৬-এ জাতীয় সড়ক। আর সেই জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য খড়গ্রাম ব্লকের বিডিও অফিসে জমিদাতাদের নিয়ে শিবিরের আয়োজন ভূমি ও ভূমি সংস্কার দফতরের। প্রশাসনের উদ্যোগে জমি অধিগ্রহণের জন্য জমির মালিকদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজ নিয়ে পরীক্ষা করা হয়।
জমি জটে যাতে কোনরকম সমস্যা না হয় সেই কথা মাথায় রেখেই প্রত্যেক জমি মালিকদের বাড়িতে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠির ভিত্তিতেই জমি মালিকদের কাছ থেকে নথি সংগ্রহ করা আছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
খড়্গপুর থেকে ফুটিসাঁকো হয়ে নবগ্রামে গিয়ে মিশবে ১১৬-এ জাতীয় সড়ক। যা ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের উদ্যোগে এই কাজ হচ্ছে। রাজ্যে সরকার ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে এই রাস্তা নির্মাণ করবে। তবে আগেই জমি জট কাটাতে প্রশাসনিক বৈঠক সম্পন্ন করা হয়েছে ডিসেম্বর মাসে।
advertisement
advertisement
জমিজটে যাতে কারোর কোনও সমস্যা না হয় এবং সহজেই যাতে জমি সমস্যার সমাধান হয় তার জন্যই মুলত আগেই বৈঠক করা হয়েছে। এই জাতীয় সড়ক সম্প্রসারণ হলে আগামী দিনে খুব সহজেই মুর্শিদাবাদ জেলার পর্যটন মানচিত্রে নতুন জোয়ার আসবে বলে মনে করা হচ্ছে। আগে মেদিনীপুর থেকে উত্তরবঙ্গ যেতে হলে কলকাতা হয়ে যেতে হত। জাতীয় সড়ক সম্প্রসারণের এই কাজ শেষ হলে অতি সহজেই মুর্শিদাবাদ জেলার নবগ্রামে এসে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে অনায়াসেই উত্তরবঙ্গ পৌঁছে যাওয়া যাবে। ফলে অনেকটাই সময় বাঁচবে। আর এতে মুর্শিদাবাদ জেলা গুরুত্বপূর্ণ জায়গায় উঠে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
কৌশিক অধিকারী
Location :
First Published :
January 04, 2023 12:32 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad NH: উত্তরবঙ্গকে কাছে আনবে ১১৬-এ জাতীয় সড়ক, মুর্শিদাবাদে জোর কদমে চলছে সম্প্রসারণের কাজ