সেতুর দাবিতে পড়ুয়াদের এই বিক্ষোভের জেরে বেশ কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় ফালাকাটা থানার বিশাল পুলিশ বাহিনী। গ্রামবাসী ও ছাত্র-ছাত্রীদের দাবি, দীর্ঘদিন ধরে এই নদীর উপর কোনও সেতু নেই। প্রতিবার নির্বাচনের আগে নেতা মন্ত্রীরা এসে সেতু তৈরি হবে বলে প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু আজ পর্যন্ত নদীর উপর সেতু তৈরি হয়নি। এদিকে শুক্রবার সকালেই নৌকো করে নদী পার হতে গিয়ে তা উল্টে নদীতে পড়ে যান বহু যাত্রী। বরাতজোরে তাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন। সেই যাত্রীদের মধ্যে ছিল বহু স্কুল পড়ুয়া। দুর্ঘটনার ফলে তারা স্কুলে যেতে পারেনি। এরপরই তারা বিক্ষোভে ফেটে পড়ে। অবরোধ করে জাতীয় সড়ক।
advertisement
আরও পড়ুন: ‘ব্যর্থ’ প্রধানকে টিকিট, নির্দলকে সমর্থন তৃণমূলের একাংশের
বিক্ষোভে অংশ নেওয়া পড়ুয়াদের অভিযোগ, নদীর উপর সেতু না থাকায় বর্ষার সময় মুমুর্ষ রোগীদের নিয়ে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া যায় না। পথেই তাদের প্রাণ হারাতে হয়। চাষিরা উৎপন্ন ফসল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারেন না। আর নৌকায় করে নদী পার হতে গিয়ে হামেশাই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি সবচেয়ে জটিল হয়ে ওঠে এই এলাকায়। সেই কারণেই পঞ্চায়েত নির্বাচনের মুখে সেতুর দাবিতে তাদের এই তুমুল বিক্ষোভ।
অনন্যা দে